বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, সেগুলো যৌক্তিক ও সময়োপযোগী। শনিবার রাতে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে ঢাকায় ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার স্থায়ী রূপ ও দ্বিকক্ষবিশিষ্ট সংসদের পক্ষে এবং নির্বাচন কমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কারে দলটি অঙ্গীকারবদ্ধ।
বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ সম্পর্কে তিনি বলেন, এসব ঘটনা থেকে অপপ্রচার বেশি হচ্ছে।
উল্লেখ্য, মির্জা ফখরুল গত রোববার সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষার জন্য গিয়েছিলেন এবং সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিয়েছেন।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা