রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আদাবর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাবের একটি বিশেষ টিম।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এই তথ্য জানান।
র্যাব আরও জানায়, গত ৫ আগস্ট রাজশাহী বাগমারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের অভিযোগ ওঠে রাজশাহী-৪ আসনের সাবেক সাংসদ সদস্য এনামুল হকের বিরুদ্ধে। সেই ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। ঢাকায় তিনি আত্মগোপনে ছিলেন। খবর পেয়ে আদাবরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, র্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে ঢাকার আদাবর থানায় হস্তান্তর করেছে। সেখান থেকে তাকে ঢাকার আদালতে তোলা হবে। সেখানে যদি রিমান্ড মঞ্জুর করা হবে তাহলে তাকে রাজশাহীতে নেওয়া হবে। বাগমারা থানার একটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হতে পারে। তাকে রাজশাহী নিয়ে আসতে দুই/চারদিন লেগে যেতে পারে বলেও জানান ওসি।
এনামুল হক ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ আসন থেকে বাংলাদেশ আওয়াামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালে তিনি দলের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন। এনামুল হক বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা কমিটির সদস্য। এছাড়াও তিনি এনা গ্রুপের চেয়ারম্যান।
অর্থ-বাণিজ্য: ভারত থেকে ৫০ হাজার টন চাল কেনার প্রস্তাব অনুমোদিত
অর্থ-বাণিজ্য: পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ
অর্থ-বাণিজ্য: বাণিজ্যমেলা শুরু হবে ৩ জানুয়ারি
অর্থ-বাণিজ্য: ৩০ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দিয়েছেন
বিজ্ঞান ও প্রযুক্তি: গ্লোবাল ব্লকচেইন ও এআই অলিম্পিয়াডে উজ্জ্বল বাংলাদেশের দলগুলো
বিজ্ঞান ও প্রযুক্তি: ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ক্রেস্ট উদ্বোধন