ঢাকার সাভার থেকে র্যাবের হাতে গ্রেফতার রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডলকে আজ বৃহসপতিবার সকাল সাড়ে ৯ টায় রংপুরের মেট্রোপলিটান আমলী আদালত ২ এর বিচারক আসাদুজ্জামানের আদালতে কঠোর সেনা ও পুলিশের পাহারায় আনা হয়। শুনানী শেষে বিজ্ঞ বিচারক আসামীকে জিজ্ঞ্সাাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মজ্ঞুর করেছেন। সেই সাথে আসামীর বিরুদ্ধে আরো ৪টি হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদনও মজ্ঞুর করেছেন। পরে আসামীকে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা খুনি খুনি , ভুয়া ভুয়া বলে শ্লোগান দেয়। এ সময় তাকে লক্ষ্য করে ডিম ও জুতা ছোড়া হয়।
মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানার এস আই নুরন্নবী আদালতে জানান আসামী তুষার কান্তি মন্ডল মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক গত ১৯ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে আসামীর নেতৃত্বে শতাধিত নেতা কর্মী ও সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের উপর হামলা চালায়। এ সময় গোলাগুলিতে ঢাকা সিরামিক গøাস ইন্সটিটিউটের ৮ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লা আল তাহির গুলি বিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামী ওই খুনের মামলার ১৮ নম্বর আসামী। তার সাথে আর কারা কারা ছিলো কারা অর্থের জোগান ও অস্ত্র সরবরাহ করেছে সব বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য ১০ দিনের রিমান্ডের প্রয়োজন। তিনি আরো বলেন আসামী তুষার কান্তি মন্ডলের নেতৃত্বে রংপুর নগরী আন্দোলনকারীদের উপর হামলা গুলি করা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
একই কথা বলেন কোট ইন্সপেক্টর পৃথিশ চন্দ্র সরকার। তিনি বলেন আসামীকে রিমান্ডে নিলে অনেক রহস্য জানা যাবে। এ সময় আদালত আসামী তুষার কান্তি মন্ডলের কোন বক্তব্য আছে কিনা তা জানতে চান। এ পর্যায়ে আসামী তুষার কান্তি মন্ডল বলেন তিনি এখন সাবেক সাধারন সম্পাদক রংপুর মহানগর আওয়ামী লীগের কমিটি আছে তারা ঘটনা সম্পর্কে বলতে পারবে। তিনি এসব ঘটনার সাথে কোন ভাবেই জড়িত নন বলে দাবি করেন।
অন্যদিকে আসামী পক্ষে তার আইনজিবী ইফফাত আখতার বানু এ্যাডভোকেট আসামীকে নির্দ্দোশ দাবি করে তার জামিনের আবেদন করেন এবং রিমান্ড বাতিলের আবেদন জানান । শুনানী শেষে বিজ্ঞ বিচারক আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মজ্ঞুর করেন। এ ছাড়াও আসামী তুষার কান্তি মন্ডলের বিরুদ্ধে আরো ৪টি হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করলে আদালত তা মজ্ঞুর করেন। পরে আসামীকে আদালতের ৫ম তলা থেকে নীচ তলায় নামিয়ে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা ও আইনজিবীরা খুনি খুনি , ভুয়া ভুয়া বলে শ্লোগান দেয়। এ সময় তাকে লক্ষ্য করে ডিম ও জুতা ছোড়া হয়। পরে কঠোর পুলিশী পাহারায় তাকে থানায় নেয়া হয়।
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
ঢাকার সাভার থেকে র্যাবের হাতে গ্রেফতার রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডলকে আজ বৃহসপতিবার সকাল সাড়ে ৯ টায় রংপুরের মেট্রোপলিটান আমলী আদালত ২ এর বিচারক আসাদুজ্জামানের আদালতে কঠোর সেনা ও পুলিশের পাহারায় আনা হয়। শুনানী শেষে বিজ্ঞ বিচারক আসামীকে জিজ্ঞ্সাাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মজ্ঞুর করেছেন। সেই সাথে আসামীর বিরুদ্ধে আরো ৪টি হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদনও মজ্ঞুর করেছেন। পরে আসামীকে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা খুনি খুনি , ভুয়া ভুয়া বলে শ্লোগান দেয়। এ সময় তাকে লক্ষ্য করে ডিম ও জুতা ছোড়া হয়।
মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানার এস আই নুরন্নবী আদালতে জানান আসামী তুষার কান্তি মন্ডল মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক গত ১৯ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে আসামীর নেতৃত্বে শতাধিত নেতা কর্মী ও সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের উপর হামলা চালায়। এ সময় গোলাগুলিতে ঢাকা সিরামিক গøাস ইন্সটিটিউটের ৮ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লা আল তাহির গুলি বিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামী ওই খুনের মামলার ১৮ নম্বর আসামী। তার সাথে আর কারা কারা ছিলো কারা অর্থের জোগান ও অস্ত্র সরবরাহ করেছে সব বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য ১০ দিনের রিমান্ডের প্রয়োজন। তিনি আরো বলেন আসামী তুষার কান্তি মন্ডলের নেতৃত্বে রংপুর নগরী আন্দোলনকারীদের উপর হামলা গুলি করা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
একই কথা বলেন কোট ইন্সপেক্টর পৃথিশ চন্দ্র সরকার। তিনি বলেন আসামীকে রিমান্ডে নিলে অনেক রহস্য জানা যাবে। এ সময় আদালত আসামী তুষার কান্তি মন্ডলের কোন বক্তব্য আছে কিনা তা জানতে চান। এ পর্যায়ে আসামী তুষার কান্তি মন্ডল বলেন তিনি এখন সাবেক সাধারন সম্পাদক রংপুর মহানগর আওয়ামী লীগের কমিটি আছে তারা ঘটনা সম্পর্কে বলতে পারবে। তিনি এসব ঘটনার সাথে কোন ভাবেই জড়িত নন বলে দাবি করেন।
অন্যদিকে আসামী পক্ষে তার আইনজিবী ইফফাত আখতার বানু এ্যাডভোকেট আসামীকে নির্দ্দোশ দাবি করে তার জামিনের আবেদন করেন এবং রিমান্ড বাতিলের আবেদন জানান । শুনানী শেষে বিজ্ঞ বিচারক আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মজ্ঞুর করেন। এ ছাড়াও আসামী তুষার কান্তি মন্ডলের বিরুদ্ধে আরো ৪টি হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করলে আদালত তা মজ্ঞুর করেন। পরে আসামীকে আদালতের ৫ম তলা থেকে নীচ তলায় নামিয়ে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা ও আইনজিবীরা খুনি খুনি , ভুয়া ভুয়া বলে শ্লোগান দেয়। এ সময় তাকে লক্ষ্য করে ডিম ও জুতা ছোড়া হয়। পরে কঠোর পুলিশী পাহারায় তাকে থানায় নেয়া হয়।