বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. রুহুল আমীনকে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে। আজ রবিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মো. রুহুল আমীনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অপসারণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি মসজিদে আসেননি। ছয় সপ্তাহ পর গত শুক্রবার তিনি জুমার নামাজের জন্য মসজিদে গেলে মুসল্লিদের একাংশ তাঁর পেছনে নামাজ না পড়ার ঘোষণা দেন। এ নিয়ে খতিবের পক্ষ ও বিপক্ষ দলের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ ঘটে, যাতে কয়েকজন আহত হন।
রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. রুহুল আমীনকে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে। আজ রবিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মো. রুহুল আমীনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অপসারণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি মসজিদে আসেননি। ছয় সপ্তাহ পর গত শুক্রবার তিনি জুমার নামাজের জন্য মসজিদে গেলে মুসল্লিদের একাংশ তাঁর পেছনে নামাজ না পড়ার ঘোষণা দেন। এ নিয়ে খতিবের পক্ষ ও বিপক্ষ দলের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ ঘটে, যাতে কয়েকজন আহত হন।