সংবাদ অনলাইন রিপোর্ট

শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপির তিন অঙ্গসংগঠন

image

নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপির তিন অঙ্গসংগঠন

শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

‘আমরা যদি থাকি সৎ, দেশ সংস্কার সম্ভব’ স্লোগান নিয়ে আজ থেকে দেশব্যাপী ‘যৌথ কর্মীসভা’ শুরু করতে যাচ্ছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল তৃণমূল পর্যায়ে দেশ সংস্কারের বার্তা নিয়ে দুই দিনের কর্মসূচি পালন করবে। দলীয় নেতাকর্মীদের চাঙ্গা করতে ও সংগঠনগুলোকে শক্তিশালী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

দুই দিনের কর্মসূচির প্রথম দিন এই তিন সংগঠনের নেতারা স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা সভা বা কর্মীসভা করবে। আর দ্বিতীয় দিন সংগঠনগুলোর নেতাকর্মীরা ‘ধানের শীষ’ প্রতিক সম্বলিত লিফলেট বিতরণ এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিয় করবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে যে সব কর্মসূচি পরিচালনা করেছেন তারই অংশ হিসেবে এই তিনটি গুরুত্বপূর্ণ সংগঠন তৃণমূল পর্যায়ে কর্মসূচি নিয়ে যাচ্ছে। এই কর্মসূচির ইতিবাচক ভূমিকা সমাজে একটা দীর্ঘ মেয়াদি প্রভাব রাখতে পারবে বলে আশা করি।’ সারাদেশে বিভাগভিত্তিক মহানগর ও জেলা শহরে তিন সংগঠনের শীর্ষ নেতাদের নেতৃত্বে বিভিন্ন টিম কাজ করবে বলে জানান তিনি।

যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ও স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে একটি টিম বরিশাল বিভাগ, খুলনা বিভাগ ও ফরিদপুর বিভাগে কর্মী সভা করবে।

স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পলের নেতৃত্বে আরেকটি টিম সিলেট বিভাগ, কুমিল্লা বিভাগ ও রাজশাহী বিভাগে কাজ করবে।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদের নেতৃত্বে তৃতীয় দল চট্টগ্রাম বিভাগ ময়মনসিংহ বিভাগ ও রংপুর বিভাগে কর্মী সভা করবে বলে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিএনপির সূত্রগুলো বলছে, গত এক দশকের বেশি সময় ধরে স্থানীয় সরকারসহ বিভিন্ন নির্বাচন বর্জনের কারণে ধানের শীষ প্রতিকটি সবার কাছে পৌঁছাতে পারেনি দলটি। তাই নতুন প্রজন্মের অনেকের কাছে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ পরিচিত নয়। আগামী নির্বাচনকে সামনে রেখে নতুন প্রজন্মের কাছে বিএনপির প্রতীক তুলে ধরারই মূল লক্ষ্য হবে এই কর্মসূচির।’

বিএনপি নেতারা আরও বলছেন, ৫ আগস্ট পটপরিবর্তনের পর স্থানীয় নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ আসছে। সেখান থেকে সংগঠনকে সক্রিয় করে দলীয় কোন্দল নিরসন এবং দলের নীতি ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড কমিয়ে আনতে যৌথভাবে তিন সংগঠনের এ কর্মসূচি হাতে নিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ‘আগামীকাল (শনিবার) বরিশাল বিভাগ দিয়ে কর্মসূচি শুরু হচ্ছে। সেখানে দুটি অনুষ্ঠান হবে। তার একটি হবে এই তিন সংগঠনের স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা সভা। আরেকটি হবে আগামী দিনের বিএনপির রাজনীতি ও নির্বাচন নিয়ে সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ। একইসঙ্গে তাদের সঙ্গে মতবিনিময় করা হবে। সেখানে বিএনপির প্রতি সাধারণ মানুষের যদি কোনও জিজ্ঞাসা কিংবা প্রস্তাব থাকে, তা আমরা গ্রহণ করব। পরে সেটি সাধারণ মানুষের জিজ্ঞাসা ও প্রস্তাব হিসেবে দলের ফোরামে দেওয়া হবে।’ দলের পজিটিভ রাজনীতি নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চিন্তাভাবনা কর্মসূচীতে তুলে ধরা হবে বলে জানান তিনি।

‘রাজনীতি’ : আরও খবর

» বিএনপি ক্ষমতায় গেলে ‘এনইআইআর নীতিমালা’ রিভিউ করা হবে: আমীর খসরু

» এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নতুন জোট

» ‘সামনে কঠিন সময় আসছে, দুর্নীতি ও আইনশৃঙ্খলার লাগাম টানাই বিএনপির অঙ্গীকার’

» তারেক রহমানের অভিযোগ: ‘যাদের আবার দেখার কথা বলা হচ্ছে, দেশ তাদের ১৯৭১ সালেই দেখেছে’

» ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ এক ঘণ্টা বাড়াল ইসি

» আমরা এখন গণতন্ত্রের সন্ধিক্ষণে দাঁড়িয়ে: সালাহউদ্দিন আহমেদ

» এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, শারীরিক অবস্থার ভিত্তিতেই সিদ্ধান্ত হবে খালেদা জিয়ার বিদেশযাত্রা: জাহিদ হোসেন

» পোস্টাল ভোট: নিবন্ধন প্রায় দুই লাখ প্রবাসীর

» মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই ঢাকার পথে রওনা দেবে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স

» রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী

» ৫ আগস্টের পর একটি গোষ্ঠী প্রভাব বিস্তারের জন্য জনগণের ওপর ঝাপিয়ে পড়েছে: জামায়াত আমির

» বেগম জিয়া দলমত সবার কাছে জনপ্রিয়, ডঃ মঈন খান

» নিবন্ধনের দাবিতে অনশনকারী তারেক রহমানের দাবি পূরণে এগোচ্ছে ইসি

» আমজনতাসহ ২ দল পাচ্ছে নিবন্ধন

» বাম জোটের যমুনামুখী মিছিল আটকে দিলো পুলিশ

» আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি

» বিএনপির আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা

» মধ্যরাতের পরে বা শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হতে পারে খালেদা জিয়া

» কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

» লন্ডনে উন্নত চিকিৎসার জন্য আজ রাতে খালেদা জিয়ার যাত্রা