বাংলাদেশ পুলিশে সুপার পদমর্যাদার ৩৩ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. আবু সাঈদের সই করা এক প্রজ্ঞাপনে সোমবার এই বদলির তথ্য জানানো হয়।
নতুন এ আদেশ অনুযায়ী, বদলি হওয়া ৩৩ জন পুলিশ সুপারের তালিকা প্রকাশ করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন দেশের বিভিন্ন জেলা ও বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তারা। বদলির আদেশের মাধ্যমে তাদেরকে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১ সেপ্টেম্বর পুলিশ সুপার পদমর্যাদার আরও ৪১ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছিল। নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে এই বদলিগুলো করা হয়েছে বলে জানানো হয়।
নতুন কর্মস্থলে বদলির নির্দেশনা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে প্রজ্ঞাপনে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এই পরিবর্তনগুলো জরুরি।
বদলির তালিকা অনুযায়ী, যারা বদলির আওতায় এসেছেন তারা দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে দায়িত্ব পালন করবেন।
অর্থ-বাণিজ্য: আমদানি চাপে বাণিজ্য ঘাটতি বেড়ে ৭৫০ কোটি ডলার
ক্যাম্পাস: ওসমান হাদীর মৃত্যুতে জবিতে দোয়া মাহফিল
অর্থ-বাণিজ্য: শওকত আজিজ আবারও বিটিএমএর সভাপতি
অর্থ-বাণিজ্য: ক্ষুদ্রঋণ ব্যাংকের লাইসেন্স কে দেবে, তা এখনো ঠিক হয়নি
অর্থ-বাণিজ্য: আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান