রংপুরের পীরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেছেন। সেই সাথে সদর ইউনিয়নে অমুসলিম সম্প্রদায়ের ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। ডান-বাম সকল রাজনৈতিক দলের অমুসলিম নেতা-কর্মীরা জামায়াতে ইসলামীর ওই মতবিনিময় সভায় স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহন করেন।
আজ ২৫ অক্টোবর শুক্রবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে মতবিনিময় করেন। ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার সেক্রেটারি জেনারেল এনামুল হক। অতিথি হিসেবে ছিলেন, থানা আমীর মোস্তাক আহমদ। আমন্ত্রিত অতিথি হিসেবে, শ্রী ভবেশ চন্দ্র বর্মন সভাপতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পীরগাছা, সহকারী অধ্যাপক ভবেশ চন্দ্র বর্মন, সুধারঞ্জন বর্মন, সদর ইউনিয়ন আমীর আব্দুল জব্বার, ডাঃ জাকির হোসেন ও হাফেজ ইদ্রিস আলী।
জামায়াতে ইসলামী হিন্দু শাখার সভাপতি করা হয়, সহকারী অধ্যাপক ভবেশ চন্দ্র বর্মনকে, সহসভাপতি চৌধুরানী ডিগ্রি কলেজের প্রদর্শক তাপস চন্দ্র রায়, সম্পাদক বিজন চন্দ্র দাস, সহসম্পাদক সুধারঞ্জন বর্মন, অর্থ সম্পাদক প্রভাষ চন্দ্র বর্মন। মতবিনিময় সভায় প্রায় দুই শতাধিক হিন্দু সম্প্রদায়ের লোক উপস্থিত ছিলেন।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা