নারায়ণগঞ্জের সোনারগাঁ বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে বিএনপিরই অন্য একটি পক্ষ মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপির আরেকটি পক্ষ। গত শনিবার দুপুরে উপজেলা মডেল মসজিদের হলরুমে এই সংবাদ সম্মেলন করা হয়। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর না দিয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃস্টি করে সংবাদ সম্মেলন শেষ করেন তারা।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন থেকে একাধীকবার নির্বাচিত ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রেজাউল করিমকে (অলিখিত) উদ্দেশ্য করে তাকে সংস্কার পন্থী ও সোনারগাঁ বিএনপির ঐক্য বিনষ্টকারী উল্লেখ করে সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, একটি কুচক্রি মহল সংবাদকর্মীদেরকে ভুল তথ্য দিয়ে সোনারগাঁ বিএনপির ত্যাগী নেতাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করাচ্ছেন। ফলে দলীয় নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছেন। সোনারগাঁ বিএনপি থেকে পরপর ৪ বারের নির্বাচিত সাংসদ ও সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিমকে উদ্দেশ্য করে লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, তার ভাই আওয়ামী লীগ নেতা ও শীর্ষ ঋণ খেলাপী। তারা মিলেমিশে রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে মাঠে নেমেছে। বিগত ১৬ বছর আওয়ামী লীগের দুঃশাসনের কারণে বিএনপির নেতাকর্মীরা জেল জুলুম, নিপীড়ন ও নির্যাতনে জর্জরিত ছিল। অথচ ৫ আগষ্টের পর সোনারগাঁয়ে আমরা বিরোধী দলের উপর কোন ধরনের সহিংসতা হতে দেইনি। সোনারগাঁকে আমরা শান্তিপূর্ণ রাখার চেষ্টা করেছি। তাছাড়া আমাদের বিভিন্ন নেতা কর্মীদের বিরুদ্ধে অপর একটি পক্ষ মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক অপপ্রচার চালিয়ে যাচ্ছে। লিখিত বক্তব্য পাঠ শেষ হলে বিএনপির সাধারণ সম্পাদকের কাছে সাংবাদিকরা দলীয় কোন্দল, অপপ্রচার ও দখলদারিত্বের বিষয়ে বিভিন্ন প্রশ্ন করলে সেখানে উপস্থিত কয়েকজন বিএনপি নেতা সাংবাদিকদের প্েরশ্ন ক্ষুদ্ধ হয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃস্টি করে। পরে এসব প্রশ্নের উত্তর না দিয়েই সম্মেলন শেষ করেন নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, রফিকুল ইসলাম বিডিআর, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোমা আক্তারসহ নেতা কর্মীরা। এদিকে স্থানীয় বিএনপির একাধীক নেতা কর্মী জানান, সোনারগাঁ থেকে পরপর ৪ বারের নির্বাচিত বিএনপি নেতা অধ্যাপক রেজাউল করিম তার অনুসারীদের নিয়ে সম্প্রতি উপজেলার বিভিন্ন স্থানে সভা সমাবেশ করে চাঁদাবাজ, দখলদারদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে রজনৈতিক প্রচারণা চালাচ্ছেন। অপরদিকে রেজাউল করিমকে প্রতিহত করার ঘোষণা দিয়েও বিভিন্ন সভা সমাবেশ করছে উপজেলা বিএনপির সভাপতি ও তার অনুসারীরা।
রোববার, ০৩ নভেম্বর ২০২৪
নারায়ণগঞ্জের সোনারগাঁ বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে বিএনপিরই অন্য একটি পক্ষ মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপির আরেকটি পক্ষ। গত শনিবার দুপুরে উপজেলা মডেল মসজিদের হলরুমে এই সংবাদ সম্মেলন করা হয়। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর না দিয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃস্টি করে সংবাদ সম্মেলন শেষ করেন তারা।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন থেকে একাধীকবার নির্বাচিত ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রেজাউল করিমকে (অলিখিত) উদ্দেশ্য করে তাকে সংস্কার পন্থী ও সোনারগাঁ বিএনপির ঐক্য বিনষ্টকারী উল্লেখ করে সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, একটি কুচক্রি মহল সংবাদকর্মীদেরকে ভুল তথ্য দিয়ে সোনারগাঁ বিএনপির ত্যাগী নেতাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করাচ্ছেন। ফলে দলীয় নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছেন। সোনারগাঁ বিএনপি থেকে পরপর ৪ বারের নির্বাচিত সাংসদ ও সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিমকে উদ্দেশ্য করে লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, তার ভাই আওয়ামী লীগ নেতা ও শীর্ষ ঋণ খেলাপী। তারা মিলেমিশে রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে মাঠে নেমেছে। বিগত ১৬ বছর আওয়ামী লীগের দুঃশাসনের কারণে বিএনপির নেতাকর্মীরা জেল জুলুম, নিপীড়ন ও নির্যাতনে জর্জরিত ছিল। অথচ ৫ আগষ্টের পর সোনারগাঁয়ে আমরা বিরোধী দলের উপর কোন ধরনের সহিংসতা হতে দেইনি। সোনারগাঁকে আমরা শান্তিপূর্ণ রাখার চেষ্টা করেছি। তাছাড়া আমাদের বিভিন্ন নেতা কর্মীদের বিরুদ্ধে অপর একটি পক্ষ মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক অপপ্রচার চালিয়ে যাচ্ছে। লিখিত বক্তব্য পাঠ শেষ হলে বিএনপির সাধারণ সম্পাদকের কাছে সাংবাদিকরা দলীয় কোন্দল, অপপ্রচার ও দখলদারিত্বের বিষয়ে বিভিন্ন প্রশ্ন করলে সেখানে উপস্থিত কয়েকজন বিএনপি নেতা সাংবাদিকদের প্েরশ্ন ক্ষুদ্ধ হয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃস্টি করে। পরে এসব প্রশ্নের উত্তর না দিয়েই সম্মেলন শেষ করেন নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, রফিকুল ইসলাম বিডিআর, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোমা আক্তারসহ নেতা কর্মীরা। এদিকে স্থানীয় বিএনপির একাধীক নেতা কর্মী জানান, সোনারগাঁ থেকে পরপর ৪ বারের নির্বাচিত বিএনপি নেতা অধ্যাপক রেজাউল করিম তার অনুসারীদের নিয়ে সম্প্রতি উপজেলার বিভিন্ন স্থানে সভা সমাবেশ করে চাঁদাবাজ, দখলদারদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে রজনৈতিক প্রচারণা চালাচ্ছেন। অপরদিকে রেজাউল করিমকে প্রতিহত করার ঘোষণা দিয়েও বিভিন্ন সভা সমাবেশ করছে উপজেলা বিএনপির সভাপতি ও তার অনুসারীরা।