৬ জেলায়ও হয়েছে আহ্বায়ক কমিটি
উত্তরে আমিনুল আহ্বায়ক, মোস্তফা সদস্য সচিব
মাত্র আড়াই মাসের ব্যবধানে গত ৭ জুলাই ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি ভেঙ্গে দেয়া হয়েছিল। গতকাল সোমবার দলের হাইকমান্ডের নির্দেশে ফের সেই কমিটি ঘোষণা করা হয়েছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়। ঘোাষিত কমিটিতে আহ্বায়ক হয়েছেন আমিনুল হক ও সদস্য সচিব হয়েছেন মোস্তফা জামান। আংশিক আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, এস এম জাহাঙ্গীর, ফেরদৌসী আহমেদ মিষ্টি ও আব্দুর রাজ্জাক (দফতর)।
৭ জুলাই ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। কমিটির আহ্বায়কের দায়িত্ব পেয়েছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব আর সদস্য সচিব ছিলেন আমিনুল হক। সেই কমিটি তিন মাস পূরণ করার আগেই গত ২৮ সেপ্টেম্বর ভেঙ্গে দেয়া হয়। নেতাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগের প্রেক্ষিতেই আহ্বায়ক কমিটি ভেঙ্গে দেয়া হয়েছিল বলে দলীয় সূত্র জানিয়েছে। যদিও দলের কমিটি ভাঙ্গার বিজ্ঞপ্তিতে কোনো কারণ উল্লেখ করা হয়নি।
সংগঠনকে গতিশীল এবং নেতৃত্বের বিকাশে ২০১৭ সালের এপ্রিলে ঢাকা মহানগর বিএনপিকে দুই ভাগে ভাগ করে কমিটি দেওয়া হয়। উত্তরে এমএ কাইয়ূমকে সভাপতি এবং আহসানউল্লাহ হাসানকে সাধারণ সম্পাদক করা হয়। এরপর ২০২১ সালের আগস্টে আমানউল্লাহ আমানকে আহ্বায়ক ও আমিনুল হককে সদস্য সচিব করে উত্তর বিএনপির কমিটি গঠন করা হয়।
সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ দেশের আরও ৩ মহানগর ও ৬ জেলায় কমিটি ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে কোনোটিতে পূর্ণাঙ্গ ও কোনোটিতে আংশিক কমিটি দেওয়া হয়েছে। এরমধ্যে রয়েছে চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটি, বরিশাল মহানগর আহ্বায়ক কমিটি ও সিলেট মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
এছাড়া মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, ময়ময়নসিংহ দক্ষিণ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ও শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন পেয়েছে।
ঘোাষিত কমিটির মধ্যে চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক এরশাদউল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান; বরিশাল মহানগরের আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার জিয়া এবং সিলেট মহানগরে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন রেজাউল হাসান কয়েছ লোদী ও সেক্রেটারি হয়েছেন ইমদাদ হোসেন চৌধুরী।
যে ৬ জেলায় আহ্বায়ক কমিটি দেয়া হয়েছে, এরমধ্যে মৌলভীবাজার জেলায় আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন ফয়জুর রহমান, সুনামগঞ্জ জেলায় আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন, ব্রাহ্মণবাড়িয়ায় আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ। কুষ্টিয়া জেলায় আহ্বায়ক হয়েছেন কুতুবউদ্দিন আহমেদ ও সদস্য সচিব হয়েছেন মো. জাকির হোসেন সরকার। ময়ময়নসিংহ জেলা দক্ষিণে আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকোনুজ্জামান সরকার রোকন এবং শেরপুর জেলায় আহ্বায়ক হযরত আলী, সদস্য সচিব সিরাজুল ইসলাম। ######
৬ জেলায়ও হয়েছে আহ্বায়ক কমিটি
উত্তরে আমিনুল আহ্বায়ক, মোস্তফা সদস্য সচিব
মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪
মাত্র আড়াই মাসের ব্যবধানে গত ৭ জুলাই ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি ভেঙ্গে দেয়া হয়েছিল। গতকাল সোমবার দলের হাইকমান্ডের নির্দেশে ফের সেই কমিটি ঘোষণা করা হয়েছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়। ঘোাষিত কমিটিতে আহ্বায়ক হয়েছেন আমিনুল হক ও সদস্য সচিব হয়েছেন মোস্তফা জামান। আংশিক আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, এস এম জাহাঙ্গীর, ফেরদৌসী আহমেদ মিষ্টি ও আব্দুর রাজ্জাক (দফতর)।
৭ জুলাই ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। কমিটির আহ্বায়কের দায়িত্ব পেয়েছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব আর সদস্য সচিব ছিলেন আমিনুল হক। সেই কমিটি তিন মাস পূরণ করার আগেই গত ২৮ সেপ্টেম্বর ভেঙ্গে দেয়া হয়। নেতাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগের প্রেক্ষিতেই আহ্বায়ক কমিটি ভেঙ্গে দেয়া হয়েছিল বলে দলীয় সূত্র জানিয়েছে। যদিও দলের কমিটি ভাঙ্গার বিজ্ঞপ্তিতে কোনো কারণ উল্লেখ করা হয়নি।
সংগঠনকে গতিশীল এবং নেতৃত্বের বিকাশে ২০১৭ সালের এপ্রিলে ঢাকা মহানগর বিএনপিকে দুই ভাগে ভাগ করে কমিটি দেওয়া হয়। উত্তরে এমএ কাইয়ূমকে সভাপতি এবং আহসানউল্লাহ হাসানকে সাধারণ সম্পাদক করা হয়। এরপর ২০২১ সালের আগস্টে আমানউল্লাহ আমানকে আহ্বায়ক ও আমিনুল হককে সদস্য সচিব করে উত্তর বিএনপির কমিটি গঠন করা হয়।
সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ দেশের আরও ৩ মহানগর ও ৬ জেলায় কমিটি ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে কোনোটিতে পূর্ণাঙ্গ ও কোনোটিতে আংশিক কমিটি দেওয়া হয়েছে। এরমধ্যে রয়েছে চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটি, বরিশাল মহানগর আহ্বায়ক কমিটি ও সিলেট মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
এছাড়া মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, ময়ময়নসিংহ দক্ষিণ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ও শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন পেয়েছে।
ঘোাষিত কমিটির মধ্যে চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক এরশাদউল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান; বরিশাল মহানগরের আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার জিয়া এবং সিলেট মহানগরে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন রেজাউল হাসান কয়েছ লোদী ও সেক্রেটারি হয়েছেন ইমদাদ হোসেন চৌধুরী।
যে ৬ জেলায় আহ্বায়ক কমিটি দেয়া হয়েছে, এরমধ্যে মৌলভীবাজার জেলায় আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন ফয়জুর রহমান, সুনামগঞ্জ জেলায় আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন, ব্রাহ্মণবাড়িয়ায় আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ। কুষ্টিয়া জেলায় আহ্বায়ক হয়েছেন কুতুবউদ্দিন আহমেদ ও সদস্য সচিব হয়েছেন মো. জাকির হোসেন সরকার। ময়ময়নসিংহ জেলা দক্ষিণে আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকোনুজ্জামান সরকার রোকন এবং শেরপুর জেলায় আহ্বায়ক হযরত আলী, সদস্য সচিব সিরাজুল ইসলাম। ######