image

অন্তর্বর্তী সরকারের মেয়াদ অনির্দিষ্ট করার উদ্যোগে সিপিবির তীব্র প্রতিক্রিয়া

সংবাদ অনলাইন রিপোর্ট

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) অন্তর্বর্তী সরকারের মেয়াদ অনির্দিষ্ট ও সব কাজ বৈধ ঘোষণা করার উদ্যোগের তীব্র সমালোচনা করেছে। সিপিবির সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স শনিবার এক বিবৃতিতে এ উদ্যোগকে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে অন্তরায় হিসেবে আখ্যা দেন এবং এই সিদ্ধান্তের নিন্দা জানান।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের মেয়াদ অনির্দিষ্ট রেখে একটি অধ্যাদেশের খসড়া তৈরি করা হয়েছে। খসড়ায় অন্তর্বর্তী সরকারের সকল কাজকে বৈধ ঘোষণা করা হবে এবং এর বিরুদ্ধে আদালতে আপিলের সুযোগ বন্ধ রাখা হবে। সিপিবির নেতারা এ ধরনের অধ্যাদেশকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন এবং সরকারের কাছে এই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন।

সিপিবির বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক পথকে মসৃণ করতে সরকারের উচিত এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে গণতান্ত্রিক দলগুলোর সাথে পরামর্শ করা। নেতারা আরও উল্লেখ করেন, যে কোনো দায়মুক্তির ব্যবস্থা গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে।

এদিকে, জাতীয় নাট্যশালায় একটি নাটক বন্ধ করে দেওয়ার ঘটনায় সিপিবি নেতারা তীব্র নিন্দা জানান। তারা বলেন, মুক্তিযুদ্ধ ও মুক্ত চিন্তার চর্চায় বাধা দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নাট্যজনদের প্রতিবাদ সভায় হামলার জন্যও দায়ীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান নেতারা।

সুইজারল্যান্ডে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে অশোভন আচরণের ঘটনায়ও সিপিবি নেতারা নিন্দা প্রকাশ করেন। পাশাপাশি শ্রমজীবীদের কাজের পরিবেশ নিশ্চিত করা, নির্যাতন বন্ধ করা এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা প্রদানে সরকারের যথাযথ ভূমিকা গ্রহণের দাবি করেন সিপিবি নেতারা।

‘রাজনীতি’ : আরও খবর

» মুছাব্বির হত্যা নিয়ে ফখরুল: অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই এ হামলা

» ঋণখেলাপিদের মনোয়ন দেয়া হচ্ছে: হাসনাত আবদুল্লাহ

» হলফনামা ও আয়কর রিটার্নে অনিচ্ছাকৃত ভুল ছিল, সংশোধন করেছি: সারজিস

» সরকার একটি দলে ‘ঝুঁকেছে’, নির্বাচন ‘পাতানো হতে পারে’: জামায়াতের তাহের

সম্প্রতি