image

কেরানীগঞ্জে ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী আব্দুল মতিন গ্রেপ্তার

সংবাদ অনলাইন রিপোর্ট

ঢাকার কেরানীগঞ্জের চর ওয়াশপুর এলাকা থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী আব্দুল মতিন হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ সোহরাব আল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা জানাননি তিনি।

এর আগে, গত শনিবার রাতে ওবায়দুল কাদেরের স্ত্রীর ভাই নুরুল হুদাকে চট্টগ্রামের কোতয়ালী থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। এর একদিন পর কাদেরের ব্যক্তিগত সহকারী মতিনের গ্রেপ্তারের তথ্য পাওয়া গেল।

সরকার পতনের পর থেকে আব্দুল মতিন আড়ালে ছিলেন। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চর খাগকাটা গ্রামের বাসিন্দা মতিন ২০২০ সালের নভেম্বরে ঘোষিত মহানগর উত্তর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে অন্তর্ভুক্ত হন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার দুদিন আগে থেকেই ওবায়দুল কাদেরের অবস্থান অজানা। তার ঘনিষ্ঠজনরাও কাদেরের বর্তমান অবস্থান সম্পর্কে কিছু জানাতে পারেননি।

‘রাজনীতি’ : আরও খবর

» রুমিন ফারহানার পক্ষে নির্বাচন সরাইল ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত

» জামায়াতের আমিরের সঙ্গে ক্রিস্টেনসেন ও মিলারের পৃথক বৈঠক

» আমরা ক্ষমতায় গেলে খোলা বাজারে সার পাবে কৃষক: মির্জা ফখরুল

» ২০ বছর পর রংপুর যাচ্ছেন তারেক রহমান

সম্প্রতি