image

সিলেটে আওয়ামী লীগ নেতা মিসবাহ উদ্দিন সিরাজের ওপর হামলা, মুক্তিপণ দিয়ে মুক্তি

শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

সিলেটের সুবিদবাজার এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ১২টার দিকে তাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। মুক্তিপণ আদায়ের পর তাকে গুরুতর আহত অবস্থায় ছেড়ে দেওয়া হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় হামলার কারণ ও অপরাধীদের পরিচয় এখনও জানা যায়নি। তবে মিসবাহ উদ্দিনের পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করা হয়েছিল।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে মিসবাহ উদ্দিন অটোরিকশায় করে সুবিদবাজারের ফাজিলচিশত এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তার পথরোধ করে। পরে তাকে অন্য একটি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। তার পরিবারের কাছে মোবাইল ফোনে এক কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয়।

রাত সাড়ে ৩টার দিকে মুক্তিপণ দেওয়ার পর তাকে রক্তাক্ত অবস্থায় সাগরদিঘীরপাড় এলাকায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। আহত মিসবাহ উদ্দিনকে ভোর ৪টায় আল হারামাইন হাসপাতালে ভর্তি করা হয় এবং তার পায়ে অস্ত্রোপচার করা হয়।

হাসপাতালের চিকিৎসক ডা. চৌধুরী নাহিয়ান জানান, তার বাম পায়ের হাঁটুর নিচে গুরুতর জখম ছিল। অস্ত্রোপচারের পর শুক্রবার সকালে ছাড়পত্র দেওয়া হয়।

মিসবাহ উদ্দিন সিরাজের মেয়ে মুনতাহা আহমদ মিসবাহ জানান, তার বাবার অবস্থা গুরুতর এবং উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র নেওয়া হয়েছে। তিনি বাবার সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন।

এ ঘটনায় এখনও কোনো অভিযোগ দায়ের হয়নি, তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

‘রাজনীতি’ : আরও খবর

সম্প্রতি