ডিমলা উপজেলার সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার, আওয়ামী লীগের দাবি ‘জয় বাংলা’ বলায় আটক

শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
নিজস্ব বার্তা পরিবেশক

https://sangbad.net.bd/images/2024/December/14Dec24/news/tabibul%20chairman.jpg

নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রীব মুক্তিযোদ্ধা তবিবুল ইসলামকে (৮০) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের সোবহানগঞ্জ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তবিবুল ইসলাম ডিমলা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের দুই বারের সাবেক উপজেলা চেয়ারম্যান।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী বলেন, কুটির ডাঙ্গা এলাকায় জোরপূর্বক ভূমি দখল করে বালু উত্তোলন, চাঁদাবাজি ও হামলা করে হত্যার চেষ্টা এবং নিরীহ কৃষকদের আহত করার ঘটনার মামলায় গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে রবিবার সকালে আদালতে পাঠানো হবে।

এদিকে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেইসবুক পোস্টে দাবি করা হয়েছে, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার কারণে গ্রেপ্তার করা হয়েছে তাকে।

https://sangbad.net.bd/images/2024/December/14Dec24/news/Screenshot%202024-12-14%20at%2022.00.04.png

পোস্টে বলা হয়েছে, ‘অবৈধ ইউনুস সরকারের বাংলাদেশে বাক স্বাধীনতার অপমৃত্যু ঘটেছে। সরকারের সমালোচনা তো দূরে থাক, জয় বাংলা বললেই গ্রেফতার করা হচ্ছে মানুষকে। মহান শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানানোর সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলার কারণে ডিমলা থানার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম কে গ্রেফতার করেছে পুলিশ। জয় বাংলা স্লোগানটি নিষিদ্ধ না হলেও বর্তমান ফ্যাসিস্ট সরকার জনমনে আতংক সৃষ্টি করার উদ্দেশ্যে গ্রেফতার ও হয়রানি করছে, যার প্রমাণ এই ঘটনা। অবৈধ ইউনুস সরকার ও এর আজ্ঞাবহ সন্ত্রাসী পুলিশ বাহিনীকে এর জবাব একদিন দিতে হবে।’

‘রাজনীতি’ : আরও খবর

» ঢাকা-বগুড়ায় খালেদা ও তারেকের পক্ষে মনোনয়নপত্র জমা দিলো বিএনপি

» নির্বাচনে অংশ নেবে না জাসদ ও ওয়ার্কার্স পার্টি

সম্প্রতি