image

জবি শিবিরের কাছে ছাত্রদল ক্ষমা চায়নি, ক্ষমা চাওয়াটা আমার বোধগম্যও নয় : নাছির

রোববার, ২৬ জানুয়ারী ২০২৫
প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, জবি ছাত্রশিবিরের কাছে ছাত্রদল ক্ষমা কেনো চাইবে এটা আমার বোধগম্য নয়।

শনিবার রাতে মুঠোফোনে নাছির উদ্দীন এ মন্তব্য করেন।

তিনি বলেন, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি ক্ষমা চায়নি বলে ফেইসবুকে পোস্ট দিয়েছে। আর কেনোই বা ক্ষমা চাইবে এটা আমার বোধগম্য নয়। আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি জগন্নাথ শিবিরের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলো। আর এখানে ক্ষমা প্রকাশের কোনো ঘটনা ঘটেনি, সূত্রাপুর থানায় শুধু একটি আলোচনা হয়েছে দুপক্ষের মধ্যে।

এদিকে সূত্রাপুর থানায় মীমাংসার পরে রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে জসিম উদ্দিন লিখেছেন, “সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ছাত্রদল শিবিরের কাছে ক্ষমায় চেয়েছে এমন একটি সংবাদ প্রচার করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি এই মিথ্যা সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ছাত্রদল কখনো অন্যায় ও অসত্যের কাছে মাথা নত করে না। যাকে জড়িয়ে এই মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে সেই শিবিরের সেক্রেটারি সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিল।”

‘রাজনীতি’ : আরও খবর

» তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দর পরিদর্শনে বিএনপি

» সংসদ নির্বাচনকে সামনে রেখে জোরেশোরে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপি

সম্প্রতি