মেয়াদ উত্তীর্ণ হওয়ায় গাজীপুর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে তিন সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারী) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিলুপ্ত কমিটি গত ২০২২ সালের ৫ সেপ্টেম্বর গঠন করা হয়। সে কমিটি বিলুপ্ত করে ঘোষিত নতুন আহবায়ক কমিটিতে বিলুপ্ত কমিটির সভাপতি ফজলুল হক মিলনকে আহ্বায়ক, সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নানকে ১নং যুগ্ম আহবায়ক ও চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে যুগ্ম আহ্বায়ক করা হয়।
৫ আগস্টের পর নতুন নেতৃত্ব সামনে আনাসহ নানা কারণে বিভিন্ন মহল থেকে জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবী আসছিল। এরই মধ্যে রোববার জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হলো। আহবায়ক কমিটি ঘোষণার পর দলের নেতাকর্মীদের মধ্যে তরুন ও ত্যাগী নেতারা নেতৃত্ব পাবেন বলে আশাবাদ তৈরি হয়েছে।
এ বিষয়ে নতুন কমিটির যুগ্ম আহবায়ক শাহ রিয়াজুল হান্নান বলেন, বিগত কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল। তাই নেতাকর্মীদের মধ্যে আরো উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টির লক্ষে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এটি রাজনীতিতে একটি চলমান প্রক্রিয়া। আমরা আশা করছি, এ কমিটির মাধ্যমে বিগত সময়ে নেতাকর্মীদের কাজের মূল্যায়ণ করা সম্ভব হবে। দলীয় কার্যক্রমে আমরা আরো শক্তিশালী ও সক্রিয় হয়ে উঠব।
বিএনপি সূত্রে জানা যায়, জেলা বিএনপির নতুন আহবায়ক একেএম ফজুলল হল মিলন এরশাদ বিরোধী আনন্দের সময় জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি ছিলেন। এছাড়াও তিনি দুইবার সংসদ সদস্য ছিলেন। শাহ রিয়াজুল হান্নান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগে: (অব:) আ স ম হান্নান শাহ’র ছেলে এবং চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বিএনপির প্রয়াত নেতা তানভীর সিদ্দিকীর ছেলে।
রোববার, ০২ ফেব্রুয়ারী ২০২৫
মেয়াদ উত্তীর্ণ হওয়ায় গাজীপুর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে তিন সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারী) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিলুপ্ত কমিটি গত ২০২২ সালের ৫ সেপ্টেম্বর গঠন করা হয়। সে কমিটি বিলুপ্ত করে ঘোষিত নতুন আহবায়ক কমিটিতে বিলুপ্ত কমিটির সভাপতি ফজলুল হক মিলনকে আহ্বায়ক, সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নানকে ১নং যুগ্ম আহবায়ক ও চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে যুগ্ম আহ্বায়ক করা হয়।
৫ আগস্টের পর নতুন নেতৃত্ব সামনে আনাসহ নানা কারণে বিভিন্ন মহল থেকে জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবী আসছিল। এরই মধ্যে রোববার জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হলো। আহবায়ক কমিটি ঘোষণার পর দলের নেতাকর্মীদের মধ্যে তরুন ও ত্যাগী নেতারা নেতৃত্ব পাবেন বলে আশাবাদ তৈরি হয়েছে।
এ বিষয়ে নতুন কমিটির যুগ্ম আহবায়ক শাহ রিয়াজুল হান্নান বলেন, বিগত কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল। তাই নেতাকর্মীদের মধ্যে আরো উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টির লক্ষে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এটি রাজনীতিতে একটি চলমান প্রক্রিয়া। আমরা আশা করছি, এ কমিটির মাধ্যমে বিগত সময়ে নেতাকর্মীদের কাজের মূল্যায়ণ করা সম্ভব হবে। দলীয় কার্যক্রমে আমরা আরো শক্তিশালী ও সক্রিয় হয়ে উঠব।
বিএনপি সূত্রে জানা যায়, জেলা বিএনপির নতুন আহবায়ক একেএম ফজুলল হল মিলন এরশাদ বিরোধী আনন্দের সময় জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি ছিলেন। এছাড়াও তিনি দুইবার সংসদ সদস্য ছিলেন। শাহ রিয়াজুল হান্নান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগে: (অব:) আ স ম হান্নান শাহ’র ছেলে এবং চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বিএনপির প্রয়াত নেতা তানভীর সিদ্দিকীর ছেলে।