ঢাকার সোবহানবাগ থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এবং পাঁচবারের সংসদ সদস্য দীপংকর তালুকদারকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার সন্ধ্যায় তার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তবে কোন থানার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেওয়া হয়নি।
পুলিশ জানিয়েছে, রাঙামাটি থেকে নির্বাচিত আওয়ামী লীগের এই সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে, যার মধ্যে হত্যা মামলাও অন্তর্ভুক্ত।
গত বছরের গণআন্দোলনের মুখে ৫ অগাস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। এর দুই দিন পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা, মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং প্রভাবশালী সংসদ সদস্যরা। ছয় মাস পার হওয়ার পর এবার দীপংকর তালুকদারকেও গ্রেপ্তারের তথ্য জানালো পুলিশ।
দীপংকর তালুকদার প্রথমবার ১৯৯১ সালে রাঙামাটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি ১৯৯৬, ২০০৮, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হন।
২০০৯ সালে নবম জাতীয় সংসদের সময় আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান।
তবে ২০০১ সালের নির্বাচনে তিনি পরাজিত হন এবং ২০১৪ সালের নির্বাচনেও তিনি বিজয়ী হতে পারেননি।
সাবেক এই প্রতিমন্ত্রীর গ্রেপ্তারকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। পুলিশ বলছে, তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
ঢাকার সোবহানবাগ থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এবং পাঁচবারের সংসদ সদস্য দীপংকর তালুকদারকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার সন্ধ্যায় তার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তবে কোন থানার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেওয়া হয়নি।
পুলিশ জানিয়েছে, রাঙামাটি থেকে নির্বাচিত আওয়ামী লীগের এই সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে, যার মধ্যে হত্যা মামলাও অন্তর্ভুক্ত।
গত বছরের গণআন্দোলনের মুখে ৫ অগাস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। এর দুই দিন পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা, মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং প্রভাবশালী সংসদ সদস্যরা। ছয় মাস পার হওয়ার পর এবার দীপংকর তালুকদারকেও গ্রেপ্তারের তথ্য জানালো পুলিশ।
দীপংকর তালুকদার প্রথমবার ১৯৯১ সালে রাঙামাটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি ১৯৯৬, ২০০৮, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হন।
২০০৯ সালে নবম জাতীয় সংসদের সময় আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান।
তবে ২০০১ সালের নির্বাচনে তিনি পরাজিত হন এবং ২০১৪ সালের নির্বাচনেও তিনি বিজয়ী হতে পারেননি।
সাবেক এই প্রতিমন্ত্রীর গ্রেপ্তারকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। পুলিশ বলছে, তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।