সংবাদ অনলাইন রিপোর্ট

শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

সংস্কার ঐকমত্যের ভিত্তিতে দ্রুত জাতীয় নির্বাচন চায় বিএনপি

image

সংস্কার ঐকমত্যের ভিত্তিতে দ্রুত জাতীয় নির্বাচন চায় বিএনপি

শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

সংস্কার বিষয়ে ঐকমত্য গঠনের মাধ্যমে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের প্রত্যাশার কথা পুনরায় জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর তিন ঘণ্টার বেশি সময়ের যৌথ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে গঠিত ঐকমত্য কমিশনের সদস্যরা রাজনীতিকদের সঙ্গে আলোচনা করেন।

বৈঠক শেষে মির্জা ফখরুল জানান, প্রথম সভায় প্রধান উপদেষ্টা সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলেছেন।

তিনি বলেন, "এরপর একটি ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করা হবে। এটিই আজকের বৈঠকের মূল বিষয়। আমরা আশা করি, খুব দ্রুত সংস্কার বিষয়ে ন্যূনতম ঐকমত্য তৈরি হবে এবং তার ভিত্তিতেই দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।"

জাতীয় সংসদ নির্বাচন আগে হবে নাকি স্থানীয় সরকার নির্বাচন—এমন প্রশ্নে তিনি বলেন, "আমরা পরিষ্কারভাবে জানিয়েছি, জাতীয় নির্বাচনই সবার আগে হতে হবে, তারপর স্থানীয় সরকার নির্বাচন হবে।"

তিনি আরও বলেন, "আজকের আলোচনা ছিল মূলত পরিচিতিমূলক। বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজস্ব মতামত তুলে ধরেছে। তবে, কোনো গঠনমূলক আলোচনা হয়নি, কারণ সেটির সুযোগ ছিল না।"

বিকাল ৩টা থেকে শুরু হয়ে সাড়ে ৬টা পর্যন্ত চলা এই বৈঠকে বিএনপি, জামায়াতসহ ২৬টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।

বিএনপির ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মির্জা ফখরুল। তার সঙ্গে ছিলেন জমির উদ্দিন সরকার, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহ উদ্দিন আহমেদ ও হাফিজ উদ্দিন আহমেদ।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন—জাতীয় পার্টি (কাজী জাফর) থেকে মোস্তফা জামাল হায়দার, জামায়াতে ইসলামীর মিয়া গোলাম পরওয়ার, এলডিপির অলি আহমেদ, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণফোরামের এসএম আলতাফ হোসেন ও সুব্রত চৌধুরী, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, ইসলামী আন্দোলনের সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, খেলাফতে মজলিশের আবদুল বাছিদ আজাদ ও আহমেদ আবদুল কাদের, বাংলাদেশ গণঅধিকার পরিষদের নুরুল হক নূর, জাগপার খন্দকার লুৎফর রহমান, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, বিজেপির আন্দালিব রহমান পার্থ, বাংলাদেশ জাসদের নুরুল আম্বিয়া ও এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু।

এছাড়া জাতীয় নাগরিক কমিটির চার সদস্যের প্রতিনিধি দলও বৈঠকে অংশ নেয়, যার নেতৃত্বে ছিলেন নাসীরদ্দীন পাটওয়ারী।

গত ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার নেতৃত্বে সাত সদস্যের ‘জাতীয় ঐকমত্য কমিশন’ গঠিত হয়, যা শনিবার প্রথম বৈঠক করে।

‘রাজনীতি’ : আরও খবর

» বিএনপি ক্ষমতায় গেলে ‘এনইআইআর নীতিমালা’ রিভিউ করা হবে: আমীর খসরু

» এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নতুন জোট

» ‘সামনে কঠিন সময় আসছে, দুর্নীতি ও আইনশৃঙ্খলার লাগাম টানাই বিএনপির অঙ্গীকার’

» তারেক রহমানের অভিযোগ: ‘যাদের আবার দেখার কথা বলা হচ্ছে, দেশ তাদের ১৯৭১ সালেই দেখেছে’

» ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ এক ঘণ্টা বাড়াল ইসি

» আমরা এখন গণতন্ত্রের সন্ধিক্ষণে দাঁড়িয়ে: সালাহউদ্দিন আহমেদ

» এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, শারীরিক অবস্থার ভিত্তিতেই সিদ্ধান্ত হবে খালেদা জিয়ার বিদেশযাত্রা: জাহিদ হোসেন

» পোস্টাল ভোট: নিবন্ধন প্রায় দুই লাখ প্রবাসীর

» মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই ঢাকার পথে রওনা দেবে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স

» রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী

» ৫ আগস্টের পর একটি গোষ্ঠী প্রভাব বিস্তারের জন্য জনগণের ওপর ঝাপিয়ে পড়েছে: জামায়াত আমির

» বেগম জিয়া দলমত সবার কাছে জনপ্রিয়, ডঃ মঈন খান

» নিবন্ধনের দাবিতে অনশনকারী তারেক রহমানের দাবি পূরণে এগোচ্ছে ইসি

» আমজনতাসহ ২ দল পাচ্ছে নিবন্ধন

» বাম জোটের যমুনামুখী মিছিল আটকে দিলো পুলিশ

» আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি

» বিএনপির আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা

» মধ্যরাতের পরে বা শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হতে পারে খালেদা জিয়া

» কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

» লন্ডনে উন্নত চিকিৎসার জন্য আজ রাতে খালেদা জিয়ার যাত্রা