image

একটি গোষ্ঠী নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত করছে: গোলাম পরওয়ার

বুধবার, ১২ মার্চ ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

একটি গোষ্ঠী দেশে অস্থিরতার মাধ্যমে নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত করছে বলে এবার অভিযোগ করলেন জামায়াতের সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘অন্তবর্তী সরকার নির্বাচনের দিকে এগোচ্ছে। কিন্তু একটি গোষ্ঠী চাচ্ছে এখনই নির্বাচন দিতে। তাদের দাবি হচ্ছে সংস্কারের কোন দরকার নাই নির্বাচন দাও। আমরা ক্ষমতায় যাই।’

গতকাল বুধবার রাজধানীর বকশিবাজার এলাকায় কারা কনভেনশন হলে দলটির চকবাজার থানা আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। যারা বলে ক্ষমতায় গিয়ে সংস্কার করবে, তারা ক্ষমতায় থাকতে কি করেছে এমন প্রশ্ন রেখে গোলাম পরওয়ার বলেন, ‘জনগণকে আর ধোঁকা দেওয়া যাবে না। বিশ্বায়নের যুগে মানুষ এখন সচেতন। মানুষ বাস্তবতা বুঝে, তাই মানুষ যেভাবে চায় সেভাবেই রাজনীতি করা দরকার।’

সমাজে অপরাধ ক্রমেই বাড়ছে উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, ‘বিগত ৫৪ বছরে দেখা গেছে এবং এখনো দেখা যাচ্ছে। ছাত্র-জনতার আন্দোলনে গণ-অভ্যুত্থানে অর্জিত নতুন বাংলাদেশ দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ মুক্ত করতে হলে ইসলামী সমাজ বিনির্মাণ করতে হবে। মানুষের তৈরি আইনে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়নি, হবেও না।’

‘রাজনীতি’ : আরও খবর

» বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

সম্প্রতি