গণতন্ত্রী পার্টির ইফতার ও দোয়া মাহফিল শুক্রবার সন্ধ্যায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ডা.মোহাম্মদ শহীদুল্লাহ সিকদার।সভা সঞ্চালনা করেন পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন।সভায় বক্তব্য রাখেন মাহমুদুল আলম খান বেনু ও আইনজীবী ফিরোজুর রহমান মোল্লা, যুগ্ন সাধারণ সম্পাদক খায়রুল আলম,সম্পাদক মন্ডলীর সদস্য মিরাজুল ইসলাম জামান, শফি রেজা নূর মজুমদার,হরি প্রসাদ মিত্র, মো:কামরুল ইসলাম, ফনীন্দ্র সরকার, মো:মকবুল হোসেন মুকুল,ড.হালিম দাদ খান,মো:আলমগীর হোসেন,ফখরুদ্দিন আহমেদ খোকন,মোহাম্মদ আলী লিটন,ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সাধারণ সম্পাদক সাদীত আহম্মেদ সাদী,ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি নজির আমিন চৌধুরী জয়,অধ্যাপক প্রলয় পাল প্রমুখ।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা.শহীদুল্লাহ সিকদার বলেন,আমাদের দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত ধর্ম নিরপেক্ষ শোষণহীণ বাংলাদেশ গড়ে তোলার জন্য সকল বাম প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তির ঐক্য গড়ে তোলা প্রয়োজন।
এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক জাহিদ হাসান,বিশিষ্ট উদ্যোক্তা গোলাম আতোয়ার দিদার,বাদল সরকার,সুপ্রীম কোর্ট আইনজীবী পরব নাসের সিদ্দিক, নির্মল ঘোষ,রাজেশ সরকার,আতাউর রহমান বাবুল,অনিল বিশ্বাস,আবু সালেহ শিহাব প্রমুখ।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন শফি রেজা নূর মজুমদার।
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                        ইপেপার
                        
                                                	                            	জাতীয়
                           	                            	সারাদেশ
                           	                            	আন্তর্জাতিক
                           	                            	নগর-মহানগর
                           	                            	খেলা
                           	                            	বিজ্ঞান ও প্রযুক্তি
                           	                            	শিক্ষা
                           	                            	অর্থ-বাণিজ্য
                           	                            	সংস্কৃতি
                           	                            	ক্যাম্পাস
                           	                            	মিডিয়া
                           	                            	অপরাধ ও দুর্নীতি
                           	                            	রাজনীতি
                           	                            	শোক ও স্মরন
                           	                            	প্রবাস
                           	                            নারীর প্রতি সহিংসতা
                            বিনোদন
                                                                        	                            	সম্পাদকীয়
                           	                            	উপ-সম্পাদকীয়
                           	                            	মুক্ত আলোচনা
                           	                            	চিঠিপত্র
                           	                            	পাঠকের চিঠি
                           	                                            শনিবার, ১৫ মার্চ ২০২৫
গণতন্ত্রী পার্টির ইফতার ও দোয়া মাহফিল শুক্রবার সন্ধ্যায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ডা.মোহাম্মদ শহীদুল্লাহ সিকদার।সভা সঞ্চালনা করেন পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন।সভায় বক্তব্য রাখেন মাহমুদুল আলম খান বেনু ও আইনজীবী ফিরোজুর রহমান মোল্লা, যুগ্ন সাধারণ সম্পাদক খায়রুল আলম,সম্পাদক মন্ডলীর সদস্য মিরাজুল ইসলাম জামান, শফি রেজা নূর মজুমদার,হরি প্রসাদ মিত্র, মো:কামরুল ইসলাম, ফনীন্দ্র সরকার, মো:মকবুল হোসেন মুকুল,ড.হালিম দাদ খান,মো:আলমগীর হোসেন,ফখরুদ্দিন আহমেদ খোকন,মোহাম্মদ আলী লিটন,ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সাধারণ সম্পাদক সাদীত আহম্মেদ সাদী,ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি নজির আমিন চৌধুরী জয়,অধ্যাপক প্রলয় পাল প্রমুখ।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা.শহীদুল্লাহ সিকদার বলেন,আমাদের দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত ধর্ম নিরপেক্ষ শোষণহীণ বাংলাদেশ গড়ে তোলার জন্য সকল বাম প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তির ঐক্য গড়ে তোলা প্রয়োজন।
এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক জাহিদ হাসান,বিশিষ্ট উদ্যোক্তা গোলাম আতোয়ার দিদার,বাদল সরকার,সুপ্রীম কোর্ট আইনজীবী পরব নাসের সিদ্দিক, নির্মল ঘোষ,রাজেশ সরকার,আতাউর রহমান বাবুল,অনিল বিশ্বাস,আবু সালেহ শিহাব প্রমুখ।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন শফি রেজা নূর মজুমদার।