গত ২০ বছরে ছাত্র রাজনীতির ভালো কোন উদাহরণ গড়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এনি।
মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে ছাত্রদলের উদ্যোগে আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় ও তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন।
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আজকে যে ছেলের বয়স ২০ বছর সে মনে করে ছাত্রলীগের সহিংস রাজনীতিই মনে হয় ছাত্ররাজনীতি। গত ২০ বছরে যা হয়েছে তার ফলে এমন ধারনা গড়ে উঠেছে।এ ২০ বছরে ছাত্ররাজনীতির ভালো কোনো উদাহরণ গড়ে উঠেনি এসবের বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্রদল বারবার প্রতিবাদ করেও টিকে থাকতে পারেনি৷
তিনি বলেন, ৫ আগস্টের পর জাতীয় ও ছাত্র রাজনীতিতে একটা গুনগত পরিবর্তন এসেছে। যার ধারাবাহিকতায় আজকের এই কুরআন তিলাওয়াত প্রতিযোগীতা৷
বিএনপির সাবেক সংসদ সদস্য আমানুল্লাহ আমান বলেন, আজকে মেধার বিকাশ হচ্ছে, মেধার প্রতিযোগীতা হচ্ছে। এটি শুরু হয়েছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হাত ধরে। সেসময় বোর্ডে যারা প্রথম,দ্বিতীয়, তৃতীয় হতো তাদেরকে তিনি বিদেশ সফরে সাথে করে নিয়ে যেতেন।
তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর সংগ্রাম করে দেশনেতা তারেক রহমান ফ্যাসিবাদ হটিয়েছেন৷ তার নির্দেশে আন্দোলনে মানুষ নেমে পড়ে রাস্তায়।সালাহউদ্দিন টুকু, নাসির উদ্দীন নাসির,রাকিবুল ইসলাম রাকিবসহ বিএনপি- ছাত্রদলের নেতাকর্মীরা সারাদেশে আন্দোলনের আগুন জ্বালিয়েছে৷ আজকে বাংলাদেশের মানুষ তার সুফল পাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, অনেক সংস্কার হচ্ছে। অথচ কদিন আগেও বেগম খালেদা জিয়াকে তারা বিনা চিকিৎসায় হত্যা করতে চেয়েছে। কিন্তু আল্লাহর পরিকল্পনা উত্তম। আজকে হাসিনা পালিয়েছে বেগম জিয়া লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। ইন শা আল্লাহ তিনি শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবেন।
অনুষ্ঠানে মাওলানা মামুনুল হক বলেন,বাংলাদেশে ছাত্র সমাজের মধ্যে কোরআন শিক্ষার যে চর্চা তা উৎসাহিত করছে ছাত্রলদের আয়োজিত এ হিফজুল কোরআন প্রতিযোগিতা।আমি প্রত্যাশা করবো সামনের দিনগুলোতেও এ ধরনের প্রোগ্রামগুলো অব্যাহত থাকবে।
প্রসঙ্গত,ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উদ্যোগে নিয়মিত শিক্ষার্থীদের অংশগ্রহনে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা আয়োজিত হয় । বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে ঢাবি ছাত্রদল নেতা তানভীর বারী হামিমের সার্বিক ব্যবস্থাপনায় "KAMOL MEDI AID, DU presents ১ম আল কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা-২০২৫" শীর্ষক ব্যানারে প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৫১জন শিক্ষার্থী অংশগ্রহন করেন।
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
গত ২০ বছরে ছাত্র রাজনীতির ভালো কোন উদাহরণ গড়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এনি।
মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে ছাত্রদলের উদ্যোগে আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় ও তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন।
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আজকে যে ছেলের বয়স ২০ বছর সে মনে করে ছাত্রলীগের সহিংস রাজনীতিই মনে হয় ছাত্ররাজনীতি। গত ২০ বছরে যা হয়েছে তার ফলে এমন ধারনা গড়ে উঠেছে।এ ২০ বছরে ছাত্ররাজনীতির ভালো কোনো উদাহরণ গড়ে উঠেনি এসবের বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্রদল বারবার প্রতিবাদ করেও টিকে থাকতে পারেনি৷
তিনি বলেন, ৫ আগস্টের পর জাতীয় ও ছাত্র রাজনীতিতে একটা গুনগত পরিবর্তন এসেছে। যার ধারাবাহিকতায় আজকের এই কুরআন তিলাওয়াত প্রতিযোগীতা৷
বিএনপির সাবেক সংসদ সদস্য আমানুল্লাহ আমান বলেন, আজকে মেধার বিকাশ হচ্ছে, মেধার প্রতিযোগীতা হচ্ছে। এটি শুরু হয়েছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হাত ধরে। সেসময় বোর্ডে যারা প্রথম,দ্বিতীয়, তৃতীয় হতো তাদেরকে তিনি বিদেশ সফরে সাথে করে নিয়ে যেতেন।
তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর সংগ্রাম করে দেশনেতা তারেক রহমান ফ্যাসিবাদ হটিয়েছেন৷ তার নির্দেশে আন্দোলনে মানুষ নেমে পড়ে রাস্তায়।সালাহউদ্দিন টুকু, নাসির উদ্দীন নাসির,রাকিবুল ইসলাম রাকিবসহ বিএনপি- ছাত্রদলের নেতাকর্মীরা সারাদেশে আন্দোলনের আগুন জ্বালিয়েছে৷ আজকে বাংলাদেশের মানুষ তার সুফল পাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, অনেক সংস্কার হচ্ছে। অথচ কদিন আগেও বেগম খালেদা জিয়াকে তারা বিনা চিকিৎসায় হত্যা করতে চেয়েছে। কিন্তু আল্লাহর পরিকল্পনা উত্তম। আজকে হাসিনা পালিয়েছে বেগম জিয়া লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। ইন শা আল্লাহ তিনি শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবেন।
অনুষ্ঠানে মাওলানা মামুনুল হক বলেন,বাংলাদেশে ছাত্র সমাজের মধ্যে কোরআন শিক্ষার যে চর্চা তা উৎসাহিত করছে ছাত্রলদের আয়োজিত এ হিফজুল কোরআন প্রতিযোগিতা।আমি প্রত্যাশা করবো সামনের দিনগুলোতেও এ ধরনের প্রোগ্রামগুলো অব্যাহত থাকবে।
প্রসঙ্গত,ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উদ্যোগে নিয়মিত শিক্ষার্থীদের অংশগ্রহনে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা আয়োজিত হয় । বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে ঢাবি ছাত্রদল নেতা তানভীর বারী হামিমের সার্বিক ব্যবস্থাপনায় "KAMOL MEDI AID, DU presents ১ম আল কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা-২০২৫" শীর্ষক ব্যানারে প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৫১জন শিক্ষার্থী অংশগ্রহন করেন।