ময়মনসিংহের নান্দাইলে বিএনপির দুই পক্ষের মধ্যে ইফতার অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন, যার মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করেছে।
স্থানীয় সাংবাদিকদের বরাতে জানা যায়, নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ কলেজ মাঠে একই স্থানে ইফতার আয়োজন নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি আগেই সেখানে ইফতার অনুষ্ঠানের অনুমতি নেয়। তবে পদবঞ্চিত নেতা-কর্মীরা পরে একই স্থানে ইফতার আয়োজনের অনুমতি চাইলে তা দেওয়া হয়নি।
বিকাল থেকেই এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। পরে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীনা সাত্তার বলেন, "বিকেলে সংঘর্ষের খবর পাওয়ার পরই ১৪৪ ধারা জারি করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত আছে। স্বাভাবিক থাকলে রাত ১০টার মধ্যে ১৪৪ ধারা তুলে নেওয়া হতে পারে।"
বিএনপির যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।"
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                        ইপেপার
                        
                                                	                            	জাতীয়
                           	                            	সারাদেশ
                           	                            	আন্তর্জাতিক
                           	                            	নগর-মহানগর
                           	                            	খেলা
                           	                            	বিজ্ঞান ও প্রযুক্তি
                           	                            	শিক্ষা
                           	                            	অর্থ-বাণিজ্য
                           	                            	সংস্কৃতি
                           	                            	ক্যাম্পাস
                           	                            	মিডিয়া
                           	                            	অপরাধ ও দুর্নীতি
                           	                            	রাজনীতি
                           	                            	শোক ও স্মরন
                           	                            	প্রবাস
                           	                            নারীর প্রতি সহিংসতা
                            বিনোদন
                                                                        	                            	সম্পাদকীয়
                           	                            	উপ-সম্পাদকীয়
                           	                            	মুক্ত আলোচনা
                           	                            	চিঠিপত্র
                           	                            	পাঠকের চিঠি
                           	                                            বুধবার, ১৯ মার্চ ২০২৫
ময়মনসিংহের নান্দাইলে বিএনপির দুই পক্ষের মধ্যে ইফতার অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন, যার মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করেছে।
স্থানীয় সাংবাদিকদের বরাতে জানা যায়, নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ কলেজ মাঠে একই স্থানে ইফতার আয়োজন নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি আগেই সেখানে ইফতার অনুষ্ঠানের অনুমতি নেয়। তবে পদবঞ্চিত নেতা-কর্মীরা পরে একই স্থানে ইফতার আয়োজনের অনুমতি চাইলে তা দেওয়া হয়নি।
বিকাল থেকেই এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। পরে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীনা সাত্তার বলেন, "বিকেলে সংঘর্ষের খবর পাওয়ার পরই ১৪৪ ধারা জারি করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত আছে। স্বাভাবিক থাকলে রাত ১০টার মধ্যে ১৪৪ ধারা তুলে নেওয়া হতে পারে।"
বিএনপির যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।"