বৃহস্পতিবার ঢাকায় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ড. কমফোর্ট ইরোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত। ছবি: পিআইডি
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৯ মার্চ) ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এই কথা বলেন।
অধ্যাপক ইউনূস বলেন, তবে আওয়ামী লীগকে বিরুদ্ধে যেসব অপরাধের অভিযোগ রয়েছে, তা বাংলাদেশের আদালতে বিচার হবে। তিনি আরো বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এ বিষয়ে এখনও আলোচনার টেবিলেই রয়েছে।
এছাড়া, আগামী নির্বাচন সম্পর্কে অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচন হবে নির্ধারিত সময়েই। সরকারের দুটি সম্ভাব্য সময়সীমা রয়েছে, যেখানে ডিসেম্বরে সীমিতসংখ্যক সংস্কারের জন্য এবং আগামী বছরের জুনে বৃহত্তর সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি নিশ্চিত করেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।
এ বৈঠকে রোহিঙ্গা সংকট, আন্তর্জাতিক সহযোগিতা এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। অধ্যাপক ইউনূস বাংলাদেশবিরোধী অপতথ্য প্রচারের বিষয়ে ভারতীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
বৃহস্পতিবার ঢাকায় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ড. কমফোর্ট ইরোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত। ছবি: পিআইডি
শুক্রবার, ২১ মার্চ ২০২৫
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৯ মার্চ) ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এই কথা বলেন।
অধ্যাপক ইউনূস বলেন, তবে আওয়ামী লীগকে বিরুদ্ধে যেসব অপরাধের অভিযোগ রয়েছে, তা বাংলাদেশের আদালতে বিচার হবে। তিনি আরো বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এ বিষয়ে এখনও আলোচনার টেবিলেই রয়েছে।
এছাড়া, আগামী নির্বাচন সম্পর্কে অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচন হবে নির্ধারিত সময়েই। সরকারের দুটি সম্ভাব্য সময়সীমা রয়েছে, যেখানে ডিসেম্বরে সীমিতসংখ্যক সংস্কারের জন্য এবং আগামী বছরের জুনে বৃহত্তর সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি নিশ্চিত করেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।
এ বৈঠকে রোহিঙ্গা সংকট, আন্তর্জাতিক সহযোগিতা এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। অধ্যাপক ইউনূস বাংলাদেশবিরোধী অপতথ্য প্রচারের বিষয়ে ভারতীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।