image

বিমসটেক সম্মেলনে ফাঁকে মোদী-ইউনূস বৈঠক চায় ঢাকা

সংবাদ অনলাইন রিপোর্ট

আগামী ২-৪ এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক আয়োজনের বিষয়ে ঢাকা দিল্লির সঙ্গে যোগাযোগ করেছে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে উদ্ধৃত করে এএনআই জানিয়েছে, “বিমসটেক সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠকের ব্যাপারে আমরা কূটনৈতিকভাবে ভারতের সঙ্গে যোগাযোগ করেছি।” তবে এ বিষয়ে দিল্লির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।

এর আগে গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময়ও মোদী-ইউনূস বৈঠকের পরিকল্পনা থাকলেও তা হয়নি।

বিমসটেক (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন) জোটের ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে থাইল্যান্ডে। বাংলাদেশ ও ভারতের পাশাপাশি এ জোটের সদস্য দেশগুলো হলো শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ড, নেপাল ও ভুটান।

এই সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী মোদী ও প্রধান উপদেষ্টা ইউনূসের থাইল্যান্ড সফরের কথা রয়েছে।

আগামী ২৬ মার্চ চীন সফরে যাবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সেখানে ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

‘রাজনীতি’ : আরও খবর

» বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়কসহ ১২ সদস্যের আনুষ্ঠানিক পদত্যাগ

» বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

সম্প্রতি