যে ব্যক্তি আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন, তিনি যদি কোনো অপরাধ না করেন, ছাত্র হত্যা, অর্থ লোপাট বা পাচারে জড়িত না থাকেন— তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার রাজধানীর দক্ষিণখানে দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “যদি দ্রুত বিচার নিশ্চিত করা যায়, অপরাধীদের বিচার হয়, তারপর জনগণ যদি তাদের রাজনীতি করার সুযোগ দেয়, তাহলে আমাদের বলার কিছু নেই।”
তিনি আরও বলেন, “যারা টাকা পাচার করেছে, যারা শিশু-কিশোরদের হত্যা করেছে, শ্রমিক, রিকশাচালক, ছাত্রদের হত্যা করেছে— তাদের বিচার করতে হবে।”
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে রিজভী বলেন, “শেখ মুজিব ও শেখ হাসিনা জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। শেখ মুজিব সব দল নিষিদ্ধ করে বাকশাল গঠন করেছিলেন। আর শেখ হাসিনা নতুন কৌশলে বিরোধী কণ্ঠরোধ করে ভয়াবহভাবে বাকশাল তৈরি করেছেন। তার শাসনামলে বিরোধী মতের মানুষের জায়গা হয় কারাগারে।”
তিনি আরও বলেন, “আজ প্রশ্ন তোলা হচ্ছে, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি না? কিন্তু প্রশ্ন তোলা হচ্ছে না, যারা গণহত্যা চালিয়েছে, তাদের বিচার হবে কি না?”
শেখ হাসিনার বিরুদ্ধে আরও অভিযোগ এনে রিজভী বলেন, “তার ঈশ্বর হচ্ছে টাকা। তার আত্মীয়স্বজন, পছন্দের লোক ও ব্যবসায়ীরা অর্থপাচারের সঙ্গে জড়িত। যারা দেশের প্রতিষ্ঠান ধ্বংস করেছে, স্বাধীনতাকে বিক্রি করেছে এবং ক্ষমতায় টিকে থাকতে নিরীহ মানুষ হত্যা করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে।”
তিনি দাবি করেন, “যদি বিএনপিকে একতরফাভাবে অভিযুক্ত করে মিডিয়া আদালত তৈরি করা হয়, তাহলে সেটি অন্যায় এবং সঠিক বিচার হবে না।”
শুক্রবার, ২১ মার্চ ২০২৫
যে ব্যক্তি আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন, তিনি যদি কোনো অপরাধ না করেন, ছাত্র হত্যা, অর্থ লোপাট বা পাচারে জড়িত না থাকেন— তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার রাজধানীর দক্ষিণখানে দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “যদি দ্রুত বিচার নিশ্চিত করা যায়, অপরাধীদের বিচার হয়, তারপর জনগণ যদি তাদের রাজনীতি করার সুযোগ দেয়, তাহলে আমাদের বলার কিছু নেই।”
তিনি আরও বলেন, “যারা টাকা পাচার করেছে, যারা শিশু-কিশোরদের হত্যা করেছে, শ্রমিক, রিকশাচালক, ছাত্রদের হত্যা করেছে— তাদের বিচার করতে হবে।”
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে রিজভী বলেন, “শেখ মুজিব ও শেখ হাসিনা জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। শেখ মুজিব সব দল নিষিদ্ধ করে বাকশাল গঠন করেছিলেন। আর শেখ হাসিনা নতুন কৌশলে বিরোধী কণ্ঠরোধ করে ভয়াবহভাবে বাকশাল তৈরি করেছেন। তার শাসনামলে বিরোধী মতের মানুষের জায়গা হয় কারাগারে।”
তিনি আরও বলেন, “আজ প্রশ্ন তোলা হচ্ছে, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি না? কিন্তু প্রশ্ন তোলা হচ্ছে না, যারা গণহত্যা চালিয়েছে, তাদের বিচার হবে কি না?”
শেখ হাসিনার বিরুদ্ধে আরও অভিযোগ এনে রিজভী বলেন, “তার ঈশ্বর হচ্ছে টাকা। তার আত্মীয়স্বজন, পছন্দের লোক ও ব্যবসায়ীরা অর্থপাচারের সঙ্গে জড়িত। যারা দেশের প্রতিষ্ঠান ধ্বংস করেছে, স্বাধীনতাকে বিক্রি করেছে এবং ক্ষমতায় টিকে থাকতে নিরীহ মানুষ হত্যা করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে।”
তিনি দাবি করেন, “যদি বিএনপিকে একতরফাভাবে অভিযুক্ত করে মিডিয়া আদালত তৈরি করা হয়, তাহলে সেটি অন্যায় এবং সঠিক বিচার হবে না।”