image

আওয়ামী লীগের ঘুড়ি আর উড়তে দেওয়া হবে না: তথ্য উপদেষ্টা

শনিবার, ২২ মার্চ ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

আওয়ামী লীগকে ‘বিদেশ থেকে আসা প্রতিস্থাপিত শক্তি’ উল্লেখ করে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগের সুতা দিল্লিতে ধরা হয়, আর ঘুড়ি উড়ে বাংলাদেশে। তবে এই ঘুড়ি আর উড়তে দেওয়া হবে না।

শুক্রবার রাজধানীতে জুলাই গণ–অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত আলোচনা ও ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মাহফুজ আলম বলেন, আওয়ামী লীগ কখনোই দেশীয় শক্তি ছিল না। বরং এটি বিদেশি শক্তির নিয়ন্ত্রিত একটি দল, যা বারবার দেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গেছে। তিনি আরও বলেন, ‘আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জয়লাভ করেছি। তবে এই জয় ধরে রাখতে হলে আমাদের রাজনৈতিক ঐক্য বজায় রাখতে হবে। নইলে আওয়ামী লীগ আবার ফিরে আসবে।’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস স্পষ্ট বলেছেন, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময় ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে।’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, রাজনৈতিক দলগুলো যদি দায়িত্বশীলভাবে কাজ করে, নাশকতা থেকে বিরত থাকে এবং রাষ্ট্রীয় সংস্থাগুলো যথাযথভাবে ভূমিকা রাখে, তাহলে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

‘রাজনীতি’ : আরও খবর

» নির্বাচনে দুই শক্তির মুখোমুখি লড়াই হবে: মির্জা ফখরুল

সম্প্রতি