বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য ‘দ্রুত নির্বাচন’ আয়োজনের তাগিদ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে পেশাজীবীদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি বলেন, “সমস্যা সমাধানে এখন সবচেয়ে জরুরি বিষয় হলো অবিলম্বে নির্বাচন আয়োজন করা। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচনই হবে সবচেয়ে বড় প্রজ্ঞার কাজ।”
তিনি বলেন, বাংলাদেশের জনগণ একটি গণতান্ত্রিক পার্লামেন্ট এবং সরকার গঠনের অপেক্ষায় রয়েছে।
মির্জা ফখরুল বলেন, “আজ আমরা একটি কঠিন সময় অতিক্রম করছি। ভয়াবহ ফ্যাসিস্ট সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে—এখন দরকার একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠা।”
বিএনপি মহাসচিব জানান, তারা অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত সংস্কার কমিশনের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তাদের প্রস্তাবগুলো যাচাই-বাছাই করে মতামত দিচ্ছেন।
তিনি বলেন, “অলীক চিন্তা নয়, বাস্তববাদী দৃষ্টিভঙ্গিতে আমাদের এগোতে হবে। রাজনৈতিক ঐতিহ্য, কৃষ্টি, ধর্মীয় মূল্যবোধ সব বিবেচনায় রেখে সংস্কারের পথ বেছে নিতে হবে।”
ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংবাদিক শফিক রেহমান, অধ্যাপক এ এস এম ফায়েজ, অধ্যাপক মাহবুব উল্লাহ, আইনজীবী জয়নুল আবেদীন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতা ইলিয়াস কাঞ্চন, সাংবাদিক আবদুল হাই শিকদারসহ অনেকে।
অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি অংশ নেন শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ওলামা, কৃষিবিদ ও সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ।
শনিবার, ২২ মার্চ ২০২৫
বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য ‘দ্রুত নির্বাচন’ আয়োজনের তাগিদ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে পেশাজীবীদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি বলেন, “সমস্যা সমাধানে এখন সবচেয়ে জরুরি বিষয় হলো অবিলম্বে নির্বাচন আয়োজন করা। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচনই হবে সবচেয়ে বড় প্রজ্ঞার কাজ।”
তিনি বলেন, বাংলাদেশের জনগণ একটি গণতান্ত্রিক পার্লামেন্ট এবং সরকার গঠনের অপেক্ষায় রয়েছে।
মির্জা ফখরুল বলেন, “আজ আমরা একটি কঠিন সময় অতিক্রম করছি। ভয়াবহ ফ্যাসিস্ট সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে—এখন দরকার একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠা।”
বিএনপি মহাসচিব জানান, তারা অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত সংস্কার কমিশনের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তাদের প্রস্তাবগুলো যাচাই-বাছাই করে মতামত দিচ্ছেন।
তিনি বলেন, “অলীক চিন্তা নয়, বাস্তববাদী দৃষ্টিভঙ্গিতে আমাদের এগোতে হবে। রাজনৈতিক ঐতিহ্য, কৃষ্টি, ধর্মীয় মূল্যবোধ সব বিবেচনায় রেখে সংস্কারের পথ বেছে নিতে হবে।”
ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংবাদিক শফিক রেহমান, অধ্যাপক এ এস এম ফায়েজ, অধ্যাপক মাহবুব উল্লাহ, আইনজীবী জয়নুল আবেদীন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতা ইলিয়াস কাঞ্চন, সাংবাদিক আবদুল হাই শিকদারসহ অনেকে।
অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি অংশ নেন শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ওলামা, কৃষিবিদ ও সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ।