সামাজিক যোগাযোগমাধ্যমে সেনানিবাসে বৈঠক নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর দেওয়া স্ট্যাটাসকে ‘শিষ্টাচারবর্জিত’ বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী। শনিবার বিকেলে সিলেটে এক ইফতার মাহফিলে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, "তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আসা উচিত হয়নি। আমরা মনে করি, এটি শিষ্টাচারবর্জিত একটি স্ট্যাটাস হয়েছে। আমরা দেখি, ক্যান্টনমেন্টের বিভিন্ন ব্যক্তি রাজনৈতিক ক্ষেত্রে হস্তক্ষেপ করছেন, যা কাম্য নয়। রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক ব্যক্তিবর্গ নেবেন, সরকারি প্রতিষ্ঠানগুলো এতে জড়িত থাকবে না—এটাই আমরা চাই।"
আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, তার সঙ্গে আমরা সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যেকোনো প্রক্রিয়ায় বাধা দেওয়া হলে, আমাদের যুদ্ধ হবে। আমরা একটুও পিছপা হবো না।"
এরপর সিলেট নগরের এক কনভেনশন সেন্টারে এনসিপির সিলেট জেলার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটোয়ারী। সেখানে তিনি বলেন, "গণ–অভ্যুত্থানের দুটি লড়াই বাকি—একটি হলো সংস্কারপ্রক্রিয়া, আরেকটি আওয়ামী লীগের নিষিদ্ধকরণ ও নিবন্ধন বাতিল। দুই হাজার ভাই–বোনকে শহীদ করার জন্য আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণের কোনো সুযোগ নেই।"
তিনি আরও বলেন, "যদি ক্যান্টনমেন্ট বা অন্য কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর চেষ্টা করে, তাহলে ছাত্র-জনতা দুর্বার আন্দোলন গড়ে তুলবে।"
সিলেটের উন্নয়ন পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, "আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে সিলেটে একটি আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করব এবং ফোর লেন সড়ককে আট লেনে উন্নীত করার চেষ্টা করব।"
ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর সিলেট মহানগরের আমির ফখরুল ইসলাম, স্থানীয় পত্রিকা দৈনিক সিলেট মিরর-এর সম্পাদক আহমেদ নূর, এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক, পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
তবে অনুষ্ঠানে আলোচনা চলাকালে কিছু অংশগ্রহণকারীর মধ্যে তর্ক হয়। এ সময় কয়েকজন আয়োজক সাংবাদিকদের ভিডিও করা নিয়ে চড়াও হন, যার ফলে ইফতারের আগমুহূর্তে সাংবাদিকরা অনুষ্ঠানস্থল থেকে চলে যান।
রোববার, ২৩ মার্চ ২০২৫
সামাজিক যোগাযোগমাধ্যমে সেনানিবাসে বৈঠক নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর দেওয়া স্ট্যাটাসকে ‘শিষ্টাচারবর্জিত’ বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী। শনিবার বিকেলে সিলেটে এক ইফতার মাহফিলে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, "তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আসা উচিত হয়নি। আমরা মনে করি, এটি শিষ্টাচারবর্জিত একটি স্ট্যাটাস হয়েছে। আমরা দেখি, ক্যান্টনমেন্টের বিভিন্ন ব্যক্তি রাজনৈতিক ক্ষেত্রে হস্তক্ষেপ করছেন, যা কাম্য নয়। রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক ব্যক্তিবর্গ নেবেন, সরকারি প্রতিষ্ঠানগুলো এতে জড়িত থাকবে না—এটাই আমরা চাই।"
আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, তার সঙ্গে আমরা সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যেকোনো প্রক্রিয়ায় বাধা দেওয়া হলে, আমাদের যুদ্ধ হবে। আমরা একটুও পিছপা হবো না।"
এরপর সিলেট নগরের এক কনভেনশন সেন্টারে এনসিপির সিলেট জেলার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটোয়ারী। সেখানে তিনি বলেন, "গণ–অভ্যুত্থানের দুটি লড়াই বাকি—একটি হলো সংস্কারপ্রক্রিয়া, আরেকটি আওয়ামী লীগের নিষিদ্ধকরণ ও নিবন্ধন বাতিল। দুই হাজার ভাই–বোনকে শহীদ করার জন্য আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণের কোনো সুযোগ নেই।"
তিনি আরও বলেন, "যদি ক্যান্টনমেন্ট বা অন্য কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর চেষ্টা করে, তাহলে ছাত্র-জনতা দুর্বার আন্দোলন গড়ে তুলবে।"
সিলেটের উন্নয়ন পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, "আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে সিলেটে একটি আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করব এবং ফোর লেন সড়ককে আট লেনে উন্নীত করার চেষ্টা করব।"
ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর সিলেট মহানগরের আমির ফখরুল ইসলাম, স্থানীয় পত্রিকা দৈনিক সিলেট মিরর-এর সম্পাদক আহমেদ নূর, এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক, পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
তবে অনুষ্ঠানে আলোচনা চলাকালে কিছু অংশগ্রহণকারীর মধ্যে তর্ক হয়। এ সময় কয়েকজন আয়োজক সাংবাদিকদের ভিডিও করা নিয়ে চড়াও হন, যার ফলে ইফতারের আগমুহূর্তে সাংবাদিকরা অনুষ্ঠানস্থল থেকে চলে যান।