image

সংবিধানের প্রস্তাবনা পরিবর্তনের বিরোধিতা বিএনপির

রোববার, ২৩ মার্চ ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

সংবিধানের প্রস্তাবনা পরিবর্তনের সুপারিশের বিরোধিতা করেছে বিএনপি। দলটি মনে করে, সুপারিশে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে একই কাতারে আনা হয়েছে, যা সমুচিত নয়। পাশাপাশি, রাষ্ট্রের নাম পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়েও আপত্তি জানিয়েছে তারা।

রবিবার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে দলীয় মতামত লিখিতভাবে জমা দেয় বিএনপি। পরে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, সংবিধানের প্রস্তাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যা স্প্রেডশিটে উল্লেখ করা হয়নি। বিএনপির মতে, প্রস্তাবনাটি পুরোপুরি পরিবর্তনের পরিবর্তে সংবিধানের তফসিল অংশে সংযুক্ত করা যেতে পারে। তারা পঞ্চদশ সংশোধনের আগের সংবিধানের প্রস্তাবনার পক্ষে রয়েছে।

রাষ্ট্রের নাম পরিবর্তন প্রসঙ্গে সালাহ উদ্দিন আহমদ বলেন, জনগণ দীর্ঘদিন ধরে বর্তমান নামের সঙ্গে অভ্যস্ত, তাই এটিকে পরিবর্তন করে কী অর্জন হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের কিছু সুপারিশ নিয়েও আপত্তি জানিয়েছে বিএনপি। দলটি মনে করে, কিছু সুপারিশ বাস্তবায়িত হলে নির্বাচন কমিশনের (ইসি) স্বাধীনতা ক্ষুণ্ন হতে পারে। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ও জাতীয় পরিচয়পত্র সেবা ইসির অধীনেই থাকা উচিত বলে তারা মত দিয়েছে। এছাড়া, নির্বাচন কমিশনকে সংসদীয় কমিটির কাছে জবাবদিহির আওতায় আনার প্রস্তাবের বিরুদ্ধেও অবস্থান নিয়েছে বিএনপি।

‘রাজনীতি’ : আরও খবর

» জোটের প্রার্থী হয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো, চান্দিনায় সভায় রেদোয়ান আহমেদ,

» তারেক রহমানের দেশে ফেরা: ট্রাভেল পাস পেয়েছেন, নির্ধারিত তারিখে ফিরবেন বলে বিএনপি নিশ্চিত

» সংসদ নির্বাচনকে সামনে রেখে জোরেশোরে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপি

সম্প্রতি