সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘কিছু কুতুব আবির্ভূত’ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এরা বাংলাদেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চায়, গণতন্ত্রের পথে নয়।
মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘‘নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে, যেন নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়া যায়, দেশে অস্থিরতা সৃষ্টি করা যায়। বিএনপি বরাবরই সংকটের সময় দেশকে রক্ষা করেছে, এবারও জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সচেষ্ট থাকবে।’’
তিনি সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘যারা আমাদের দেশ রক্ষা করে, সংকটের সময় পাশে দাঁড়ায়, তাদের বিতর্কিত হতে দেওয়া যাবে না।’’
বিএনপি মহাসচিব আরও বলেন, ২০২৪ সালের আন্দোলনে প্রাণ হারানোদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘১৫ বছর ধরে বিএনপির নেতা-কর্মীরা লড়াই করেছে, ত্যাগ স্বীকার করেছে। আজ হঠাৎ কোনো পরিবর্তন আসেনি, এর ভিত্তি তৈরি করেছে বিএনপি।’
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘‘দ্রুত নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করা হলে জনগণ নির্বাচনমুখী হবে এবং সব ষড়যন্ত্র মোকাবিলা করবে।’’
স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘স্বৈরাচারের পতনের পর গণতন্ত্রে উত্তরণের কথা ছিল, কিন্তু এখন তা বাধাগ্রস্ত হচ্ছে।’
সভায় আরও বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, নুরুল ইসলাম মনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসানসহ অন্যান্য নেতারা।
সভা সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘কিছু কুতুব আবির্ভূত’ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এরা বাংলাদেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চায়, গণতন্ত্রের পথে নয়।
মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘‘নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে, যেন নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়া যায়, দেশে অস্থিরতা সৃষ্টি করা যায়। বিএনপি বরাবরই সংকটের সময় দেশকে রক্ষা করেছে, এবারও জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সচেষ্ট থাকবে।’’
তিনি সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘যারা আমাদের দেশ রক্ষা করে, সংকটের সময় পাশে দাঁড়ায়, তাদের বিতর্কিত হতে দেওয়া যাবে না।’’
বিএনপি মহাসচিব আরও বলেন, ২০২৪ সালের আন্দোলনে প্রাণ হারানোদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘১৫ বছর ধরে বিএনপির নেতা-কর্মীরা লড়াই করেছে, ত্যাগ স্বীকার করেছে। আজ হঠাৎ কোনো পরিবর্তন আসেনি, এর ভিত্তি তৈরি করেছে বিএনপি।’
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘‘দ্রুত নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করা হলে জনগণ নির্বাচনমুখী হবে এবং সব ষড়যন্ত্র মোকাবিলা করবে।’’
স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘স্বৈরাচারের পতনের পর গণতন্ত্রে উত্তরণের কথা ছিল, কিন্তু এখন তা বাধাগ্রস্ত হচ্ছে।’
সভায় আরও বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, নুরুল ইসলাম মনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসানসহ অন্যান্য নেতারা।
সভা সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।