image

চট্টগ্রামে গণঅভ্যুত্থানের ছয় হত্যা: হাছান মাহমুদ-নওফেলসহ ১৫ জনের বিরুদ্ধে পরোয়ানা

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনসহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল মঙ্গলবার তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। অভিযুক্তদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও রয়েছেন।

ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম জানান, গণআন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে অভিযুক্তদের সম্পৃক্ততার প্রমাণ তদন্তে পাওয়া গেছে। ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য এবং অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ মামলায় কারাগারে থাকা যুবলীগ নেতা মো. ফিরোজকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ এপ্রিল দিন ধার্য করা হয়েছে।

২০২৪ সালের ১৬ ও ১৮ জুলাই চট্টগ্রামে গণঅভ্যুত্থানের সময় ছয়জন নিহত হন, যার মধ্যে ছিলেন ওয়াসিম আকরাম। চলতি বছরের ১৬ জানুয়ারি ট্রাইব্যুনালের কৌঁসুলি ও তদন্ত কর্মকর্তারা চট্টগ্রামে গিয়ে সরাসরি আন্দোলনে অংশগ্রহণকারী ও আহত প্রায় ৩০ জনের সাক্ষ্য গ্রহণ করেন, যাদের মধ্যে দুজন গুলিবিদ্ধ ছিলেন।

এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানার আদেশের ফলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ আরও জোরালো হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

‘রাজনীতি’ : আরও খবর

সম্প্রতি