জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম পঞ্চগড় সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার ভ্যানে করে আটোয়ারী উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি রাখালদেবী, বামনকুমার, বালিয়া ও লক্ষ্মীত্থান গ্রামে কৃষক ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন।
গতকাল সোমবার ঢাকা থেকে সৈয়দপুর হয়ে পঞ্চগড়ে পৌঁছান সারজিস। দেবীগঞ্জ থেকে শুরু করে বোদা, পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা ঘুরে শোডাউন করেন। আটোয়ারী মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ইফতার মাহফিলে সহস্রাধিক মানুষ অংশ নেয়, যদিও এনসিপির স্থানীয় কমিটি এখনও গঠিত হয়নি।
ফেসবুকে পোস্ট করে সারজিস বলেন, "জীবনের প্রথম ১৭ বছর এই মাটি ও মানুষের সঙ্গে কাটিয়েছি। ভ্যানে গ্রাম ঘুরে মানুষের কথা শোনা আমার চিরচেনা অভিজ্ঞতা।" তিনি আলু চাষিদের সংকট উল্লেখ করে বলেন, "পাইকারি দাম কেজি প্রতি ১০ টাকা, অথচ উৎপাদন খরচ ২০ টাকা। কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে হস্তক্ষেপ করতে হবে।"
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা