জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন রংপুর ৪ আসন পীরগাছা কাউনিয়া এলাকার প্রার্থী হিসেবে বৃহসপতিবার দুপুরে দুই শতাধিক অটো ভ্যানে করে নেতা কর্মীদের নিয়ে প্রায় ৫০ কিলোমিটার নির্বাচনী এলাকায় শো ডাউন করেছেন। নির্বাচনী প্রচারনা শুরুর আগে আখতার হোসেন বলেন, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হবার শর্তাবলী পুরন করতে আমরা সক্ষম হবো। সেই সাথে আগামী নির্বাচনে আমরা অংশ নেবো।
তিনি বলেন আমরা ইতিমধ্যে সাধারন মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। তিনি দাবি করেন আগামী নির্বাচনে গনপরিষদ নির্বাচনের যে বাস্তবতা রয়েছে সে নির্বাচনে প্রতিদ›িদ্বতা করার মতো সক্ষম হবো।
আখতার হোসেন বলেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যোগসাজস করে পর পর ৩টি নির্বাচন করেছে যা প্রহসনের নির্বাচন ছিলো। এ দু দলের যোগসাজসের কারনে বাংলাদেশের মানুষ গনতন্ত্রের আবহ থেকে বঞ্চিত হয়েছে।
তিনি আরো বলেন, দেশের মানুষ দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদের যাতাকলে পিষ্ট হচ্ছিলো তার সবচেয়ে বড় শক্তি ছিলো আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। তিনি বলেন ২০২৪ সালে যে গনহত্যা সংঘটিত হয়েছে এই গনহত্যার প্রকাশ্য মদদ দাতা ছিলো আওয়ামী লীগ ও তার দোসর জাতীয় পার্টি।
মতবিনিময় কালে এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে রংপুর নগরীর মাহিগজ্ঞ এলাকায় অটো ভ্যানে করে শত শত নেতা কর্মী অবস্থান করেন। দুপুর সোয়া ২ টার দিকে আখতার হোসেন ঢাকা থেকে সরাসরি সেখানে এসে অটো ভ্যানে চড়ে নির্বাচনী প্রচারনা শুরু করেন। এ সময় শত শত নেতা কর্মী শ্লোগান দেয় আখতার ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে , আগামী নির্বাচনে আখতার ভাইকে ভোট দিন।
মাহিগজ্ঞ থেকে পীরগাছা ও কাউনিয়া উপজেলার বিভিন্ন এলাকা নির্বাচনী প্রচারনার জন্য ২শ ১০টি অটো ভ্যান ভাড়া নেয়া হয়েছে বলে জানান এনসিপি নেতা আখতার হোসেন। অটো ভ্যান চালক সাইফুল ইসলাম জানান তার বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগে। তাকে ১ হাজার টাকা ভাড়ায় সারাদিনের জন্য ভ্যানটি নেয়া হয়েছে। একই কথা জানালেন কাউনিয়ার শহীদবাগ ইউনিয়নের শাব্দি গ্রামের অটো ভ্যান চালক আফজাল হোসেন। তিনি জানান আমাকে ৮শ টাকার দিতে চাওয়া হলেও আমি বলেছি এক হাজার টাকা ভাড়া দিতে তাতেই রাজি হওয়ায় অটো ভ্যান নিয়ে এসেছি বলেও জানান। কাউনিয়ার মীরবাগ এলাকার অটো অ্যান চালক খোরশেদ আলম একই কথা জানিয়ে বলেন, ২শর বেশী অটো ভ্যান নিয়ে আমরা এসেছি। ভ্যান ভাড়া ২ লাখ টাকারও বেশী লাগবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন রংপুর ৪ আসন পীরগাছা কাউনিয়া এলাকার প্রার্থী হিসেবে বৃহসপতিবার দুপুরে দুই শতাধিক অটো ভ্যানে করে নেতা কর্মীদের নিয়ে প্রায় ৫০ কিলোমিটার নির্বাচনী এলাকায় শো ডাউন করেছেন। নির্বাচনী প্রচারনা শুরুর আগে আখতার হোসেন বলেন, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হবার শর্তাবলী পুরন করতে আমরা সক্ষম হবো। সেই সাথে আগামী নির্বাচনে আমরা অংশ নেবো।
তিনি বলেন আমরা ইতিমধ্যে সাধারন মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। তিনি দাবি করেন আগামী নির্বাচনে গনপরিষদ নির্বাচনের যে বাস্তবতা রয়েছে সে নির্বাচনে প্রতিদ›িদ্বতা করার মতো সক্ষম হবো।
আখতার হোসেন বলেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যোগসাজস করে পর পর ৩টি নির্বাচন করেছে যা প্রহসনের নির্বাচন ছিলো। এ দু দলের যোগসাজসের কারনে বাংলাদেশের মানুষ গনতন্ত্রের আবহ থেকে বঞ্চিত হয়েছে।
তিনি আরো বলেন, দেশের মানুষ দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদের যাতাকলে পিষ্ট হচ্ছিলো তার সবচেয়ে বড় শক্তি ছিলো আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। তিনি বলেন ২০২৪ সালে যে গনহত্যা সংঘটিত হয়েছে এই গনহত্যার প্রকাশ্য মদদ দাতা ছিলো আওয়ামী লীগ ও তার দোসর জাতীয় পার্টি।
মতবিনিময় কালে এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে রংপুর নগরীর মাহিগজ্ঞ এলাকায় অটো ভ্যানে করে শত শত নেতা কর্মী অবস্থান করেন। দুপুর সোয়া ২ টার দিকে আখতার হোসেন ঢাকা থেকে সরাসরি সেখানে এসে অটো ভ্যানে চড়ে নির্বাচনী প্রচারনা শুরু করেন। এ সময় শত শত নেতা কর্মী শ্লোগান দেয় আখতার ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে , আগামী নির্বাচনে আখতার ভাইকে ভোট দিন।
মাহিগজ্ঞ থেকে পীরগাছা ও কাউনিয়া উপজেলার বিভিন্ন এলাকা নির্বাচনী প্রচারনার জন্য ২শ ১০টি অটো ভ্যান ভাড়া নেয়া হয়েছে বলে জানান এনসিপি নেতা আখতার হোসেন। অটো ভ্যান চালক সাইফুল ইসলাম জানান তার বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগে। তাকে ১ হাজার টাকা ভাড়ায় সারাদিনের জন্য ভ্যানটি নেয়া হয়েছে। একই কথা জানালেন কাউনিয়ার শহীদবাগ ইউনিয়নের শাব্দি গ্রামের অটো ভ্যান চালক আফজাল হোসেন। তিনি জানান আমাকে ৮শ টাকার দিতে চাওয়া হলেও আমি বলেছি এক হাজার টাকা ভাড়া দিতে তাতেই রাজি হওয়ায় অটো ভ্যান নিয়ে এসেছি বলেও জানান। কাউনিয়ার মীরবাগ এলাকার অটো অ্যান চালক খোরশেদ আলম একই কথা জানিয়ে বলেন, ২শর বেশী অটো ভ্যান নিয়ে আমরা এসেছি। ভ্যান ভাড়া ২ লাখ টাকারও বেশী লাগবে বলেও জানান তিনি।