নাটোরের লালপুর থানায় পুলিশ হেফাজত থেকে ছাত্রদলের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সংগঠনটির নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।
ছিনিয়ে নেওয়া ওই নেতা রুবেল উদ্দিন, নাটোর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি লালপুর উপজেলার গৌরিপুর এলাকার বাসিন্দা আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি নেতা আব্দুর রশিদের বাড়িতে গত ১৬ ডিসেম্বর সংঘটিত গুলির ঘটনার মামলায় রুবেলকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী থানায় উপস্থিত হয়ে রুবেলকে মুক্ত করার জন্য চাপ সৃষ্টি করেন। একপর্যায়ে হট্টগোল ও বিশৃঙ্খলার মধ্যে থেকে রুবেলকে জোর করে নিয়ে যান তাঁরা।
ঘটনার বিষয়ে পুলিশ সুপার আমজাদ বলেন, “বাগাতিপাড়ার আব্দুর রশিদের বাড়িতে গোলাগুলির ঘটনায় রুবেলের সংশ্লিষ্টতার সন্দেহে তাঁকে আটক করা হয়। পরে তাঁর সমর্থকরা থানায় এসে জোর করে তাঁকে ছিনিয়ে নিয়ে যায়। আমরা ইতোমধ্যে কিছু নাম ও তথ্য পেয়েছি এবং জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। তাদের গ্রেপ্তারে যৌথবাহিনী অভিযান শুরু করেছে।”
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫
নাটোরের লালপুর থানায় পুলিশ হেফাজত থেকে ছাত্রদলের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সংগঠনটির নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।
ছিনিয়ে নেওয়া ওই নেতা রুবেল উদ্দিন, নাটোর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি লালপুর উপজেলার গৌরিপুর এলাকার বাসিন্দা আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি নেতা আব্দুর রশিদের বাড়িতে গত ১৬ ডিসেম্বর সংঘটিত গুলির ঘটনার মামলায় রুবেলকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী থানায় উপস্থিত হয়ে রুবেলকে মুক্ত করার জন্য চাপ সৃষ্টি করেন। একপর্যায়ে হট্টগোল ও বিশৃঙ্খলার মধ্যে থেকে রুবেলকে জোর করে নিয়ে যান তাঁরা।
ঘটনার বিষয়ে পুলিশ সুপার আমজাদ বলেন, “বাগাতিপাড়ার আব্দুর রশিদের বাড়িতে গোলাগুলির ঘটনায় রুবেলের সংশ্লিষ্টতার সন্দেহে তাঁকে আটক করা হয়। পরে তাঁর সমর্থকরা থানায় এসে জোর করে তাঁকে ছিনিয়ে নিয়ে যায়। আমরা ইতোমধ্যে কিছু নাম ও তথ্য পেয়েছি এবং জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। তাদের গ্রেপ্তারে যৌথবাহিনী অভিযান শুরু করেছে।”