জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ আশা প্রকাশ করেছেন যে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ও সংস্কার প্রশ্নে ঐকমত্য গঠনের প্রাথমিক আলোচনা মে মাসের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে শেষ হবে। বৃহস্পতিবার, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের মতামত জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের এই তথ্য জানান।
এছাড়া, ইসলামী আন্দোলন তাদের প্রস্তাবে রাষ্ট্রের নাম পরিবর্তন করে ‘পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ’ করার প্রস্তাব দিয়েছে, এবং শরিয়াহ আইন প্রণয়নসহ ৪১টি নতুন প্রস্তাবও দিয়েছে। দলটি দাবি করেছে, এসব প্রস্তাব বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে।
কমিশনের সহসভাপতি আলী রীয়াজ জানান, ইতোমধ্যে কমিশন ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে পৃথক বৈঠক করেছে এবং আরও বৈঠক চলমান রয়েছে।
আন্তর্জাতিক: পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ
অপরাধ ও দুর্নীতি: ব্যাগভর্তি জাল টাকা, হাসপাতালে বিল দেয়ার সময় আটক তিন
সারাদেশ: সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি