সংবাদ অনলাইন রিপোর্ট

শনিবার, ১২ এপ্রিল ২০২৫

প্রতিনিধিত্বমূলক নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত: শামসুজ্জামান দুদু

image

প্রতিনিধিত্বমূলক নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত: শামসুজ্জামান দুদু

শনিবার, ১২ এপ্রিল ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

প্রতিনিধিত্বমূলক একটি নির্বাচনের প্রত্যাশায় বিএনপি পরিপূর্ণভাবে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, নির্বাচন ঘোষণা হলেই প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করলেই মনোনয়ন বোর্ড গঠন ও প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎসহ নির্বাচনী তৎপরতা শুরু করবে বিএনপি। বৃহৎ রাজনৈতিক দল হিসেবে অতীতেও ভোটের মাধ্যমে ক্ষমতায় গেছে বিএনপি, আগামীতেও ভোটের মাধ্যমেই রাষ্ট্রক্ষমতায় যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আজ শনিবার বিকেল চারটায় দিনাজপুর সদর উপজেলার বাঁশেরহাট সালমাবাদ এলাকার একটি বেসরকারি রিসোর্টে জেলা বিএনপির আয়োজিত দলীয় সভা শুরুর আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন শামসুজ্জামান দুদু। সভায় দলের বিভিন্ন ইউনিট ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, খুনি, লুটেরা, সংবিধান তছনছকারী, স্বাধীনতা বিপন্নকারী এক দানবীয় সরকারকে বিদায় করা হয়েছে সাত-আট মাস আগে। গত ১৫–১৬ বছর ধরে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন করেছে, এতে অনেকে শহীদ হয়েছেন, অনেক নেতা গুম ও খুন হয়েছেন। বিএনপির নেত্রী ছয় বছর জেলে ছিলেন, তারেক রহমান ১৫-১৬ বছর নির্বাসনে আছেন। অনেক নেতা-কর্মী ফাঁসির মুখোমুখি হয়েছেন, কেউ ফাঁসির দণ্ডে দণ্ডিত হয়েছেন। ৬০ লাখ নেতা-কর্মী আসামি হয়েছেন, দিনের পর দিন জেল খেটেছেন। তবে আন্দোলন এখনো শেষ হয়নি, যত দিন মানুষের ভোটের অধিকার ফিরিয়ে না দেওয়া যাবে, তত দিন রাজপথে থেকেই তা আদায় করতে হবে।

সংসদ নির্বাচন বিষয়ে তিনি বলেন, অধ্যাপক ইউনূস কথা দিয়েছেন, ডিসেম্বরের মধ্যে বা তার পরে দু-এক মাসের মধ্যে একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি সেটি বিশ্বাস করতে চায় এবং সরকারের কাছে একটি নির্বাচনী রোডম্যাপ প্রত্যাশা করে। তিনি বলেন, সংকট কেটে যাবে তখনই, যখন একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বকারী সরকার প্রতিষ্ঠা হবে।

দেড় বছরের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির প্রত্যয় ব্যক্ত করে শামসুজ্জামান দুদু বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং ৩১ দফা কর্মসূচির মাধ্যমে বাংলাদেশকে একটি রোল মডেল রাষ্ট্রে পরিণত করাই বিএনপির লক্ষ্য। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের জন্য একটি নিশ্চিত জীবন নিশ্চিত করতেই এ আন্দোলন চলছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন। প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব (দুলু)। এ ছাড়া উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, আমিনুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আখতারুজ্জামান মিয়া, সৈয়দ জাহাঙ্গীর আলম, এ জেড এম রেজওয়ানুল হক, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি এ কে এম কামরুজ্জামান এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ।

‘রাজনীতি’ : আরও খবর

» সংসদ নির্বাচন ও গণভোট: আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও ‘লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি’: দাবি জামায়াতে ইসলামীর

» ঐক্যবদ্ধ না হলে সামনের দিনগুলোতে ভয়াবহ কিছু অপেক্ষা করছে: নেতাকর্মীদের তারেক

» একটি দল ‘ধর্মের ট্যাবলেট’ বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করছে: সালাহউদ্দিন

» নতুন জোট ‘এনডিএফ’, নেতৃত্বে জাতীয় পার্টির দুই অংশ

» সকলের দোয়ায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি এরশাদ উল্লাহ

» বিএনপি ক্ষমতায় গেলে ‘এনইআইআর নীতিমালা’ রিভিউ করা হবে: আমীর খসরু

» এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নতুন জোট

» ‘সামনে কঠিন সময় আসছে, দুর্নীতি ও আইনশৃঙ্খলার লাগাম টানাই বিএনপির অঙ্গীকার’

» তারেক রহমানের অভিযোগ: ‘যাদের আবার দেখার কথা বলা হচ্ছে, দেশ তাদের ১৯৭১ সালেই দেখেছে’

» ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ এক ঘণ্টা বাড়াল ইসি

» আমরা এখন গণতন্ত্রের সন্ধিক্ষণে দাঁড়িয়ে: সালাহউদ্দিন আহমেদ

» এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, শারীরিক অবস্থার ভিত্তিতেই সিদ্ধান্ত হবে খালেদা জিয়ার বিদেশযাত্রা: জাহিদ হোসেন

» পোস্টাল ভোট: নিবন্ধন প্রায় দুই লাখ প্রবাসীর

» মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই ঢাকার পথে রওনা দেবে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স

» রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী

» ৫ আগস্টের পর একটি গোষ্ঠী প্রভাব বিস্তারের জন্য জনগণের ওপর ঝাপিয়ে পড়েছে: জামায়াত আমির

» বেগম জিয়া দলমত সবার কাছে জনপ্রিয়, ডঃ মঈন খান

» নিবন্ধনের দাবিতে অনশনকারী তারেক রহমানের দাবি পূরণে এগোচ্ছে ইসি

» আমজনতাসহ ২ দল পাচ্ছে নিবন্ধন

» বাম জোটের যমুনামুখী মিছিল আটকে দিলো পুলিশ