ঢাকায় সফররত মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল অ্যান চুলিকের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠকে জাতীয় নির্বাচন ও বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার বিকেল সাড়ে ৪টায় গুলশানে যুক্তরাষ্ট্রের ডেপুটি হেড অব মিশনের বাসভবনে অনুষ্ঠিত এ বৈঠকে ফখরুলের সঙ্গে ছিলেন আমীর খসরু ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ।
বৈঠক শেষে আমীর খসরু সাংবাদিকদের বলেন, আলোচনায় জাতীয় নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র জানতে চেয়েছে, নির্বাচন কবে হতে পারে এবং বিএনপি কী ভাবছে। এছাড়া, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক ও ট্যারিফ ইস্যুতেও আলোচনা হয়েছে। তিনি বলেন, ট্যারিফ ইস্যুতে উভয় পক্ষই উদ্বেগ প্রকাশ করেছে এবং এটিকে সহনীয় পর্যায়ে আনার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।
এ ছাড়া বিএনপির পক্ষ থেকে যুক্তরাষ্ট্র প্রতিনিধিদের জানানো হয়, দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে না এলে বিদেশি বিনিয়োগসহ নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পিছিয়ে যাচ্ছে। নির্বাচিত সরকারের অধীনেই এমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে বলে তারা মনে করে।
খসরু বলেন, “বাংলাদেশে যে সব সংস্কার হয়েছে, সেগুলোর বেশির ভাগই বিএনপির সময়ে হয়েছে। বহুদলীয় গণতন্ত্র, মুক্ত বাজার অর্থনীতি, বিচার বিভাগের সংস্কারসহ অর্থনৈতিক উন্নয়নের অনেক পদক্ষেপ আমাদের সময়েই গ্রহণ করা হয়েছে। আগামীতে আরও বড় ধরনের অর্থনৈতিক সংস্কারে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলেও আমরা মার্কিন প্রতিনিধিদের জানিয়েছি।”
এদিন চুলিকের সঙ্গে বৈঠকের আগে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করে। সেখানেও জাতীয় নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা হয় বলে জানান খসরু।
উল্লেখ্য, নিকোল চুলিক তিন দিনের সফরে মঙ্গলবার বাংলাদেশে আসেন। তার সফরের অংশ হিসেবে তিনি সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করছেন।
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
ঢাকায় সফররত মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল অ্যান চুলিকের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠকে জাতীয় নির্বাচন ও বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার বিকেল সাড়ে ৪টায় গুলশানে যুক্তরাষ্ট্রের ডেপুটি হেড অব মিশনের বাসভবনে অনুষ্ঠিত এ বৈঠকে ফখরুলের সঙ্গে ছিলেন আমীর খসরু ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ।
বৈঠক শেষে আমীর খসরু সাংবাদিকদের বলেন, আলোচনায় জাতীয় নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র জানতে চেয়েছে, নির্বাচন কবে হতে পারে এবং বিএনপি কী ভাবছে। এছাড়া, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক ও ট্যারিফ ইস্যুতেও আলোচনা হয়েছে। তিনি বলেন, ট্যারিফ ইস্যুতে উভয় পক্ষই উদ্বেগ প্রকাশ করেছে এবং এটিকে সহনীয় পর্যায়ে আনার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।
এ ছাড়া বিএনপির পক্ষ থেকে যুক্তরাষ্ট্র প্রতিনিধিদের জানানো হয়, দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে না এলে বিদেশি বিনিয়োগসহ নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পিছিয়ে যাচ্ছে। নির্বাচিত সরকারের অধীনেই এমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে বলে তারা মনে করে।
খসরু বলেন, “বাংলাদেশে যে সব সংস্কার হয়েছে, সেগুলোর বেশির ভাগই বিএনপির সময়ে হয়েছে। বহুদলীয় গণতন্ত্র, মুক্ত বাজার অর্থনীতি, বিচার বিভাগের সংস্কারসহ অর্থনৈতিক উন্নয়নের অনেক পদক্ষেপ আমাদের সময়েই গ্রহণ করা হয়েছে। আগামীতে আরও বড় ধরনের অর্থনৈতিক সংস্কারে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলেও আমরা মার্কিন প্রতিনিধিদের জানিয়েছি।”
এদিন চুলিকের সঙ্গে বৈঠকের আগে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করে। সেখানেও জাতীয় নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা হয় বলে জানান খসরু।
উল্লেখ্য, নিকোল চুলিক তিন দিনের সফরে মঙ্গলবার বাংলাদেশে আসেন। তার সফরের অংশ হিসেবে তিনি সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করছেন।