image

ঝটিকা মিছিলের অভিযোগে আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেপ্তার

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া।

ডিবির আরেক যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানান, ৬ এপ্রিল সকালে রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে নেতৃত্ব দেন শাহে আলম। তার বিরুদ্ধে ছয়টি ফৌজদারি মামলা রয়েছে।

৬ এপ্রিল সকাল সাতটার দিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ঝটিকা মিছিল করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই মিছিলে শাহে আলম নেতৃত্ব দেন বলে জানিয়েছে পুলিশ।

গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের নেতা-কর্মীরা পলাতক বা আত্মগোপনে রয়েছেন। দেশ ও বিদেশে তারা বিভিন্ন স্থানে অবস্থান করছেন এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

‘রাজনীতি’ : আরও খবর

সম্প্রতি