জাতীয় নির্বাচনের নির্দিষ্ট সময়সূচি ঘোষণা না করায় অন্তর্বর্তী সরকারের তীব্র সমালোচনা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি অভিযোগ করেন, সরকার বিএনপিকে পাশ কাটানোর উদ্দেশ্যে নির্বাচনে বিলম্ব করছে।
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদের উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, “এই সরকারের কর্মকাণ্ডে দেশবাসী উদ্বিগ্ন। তারা কী চায়, সেটা কেউ বুঝতে পারছে না। বিএনপিকে পাশ কাটিয়ে যেন জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ না আসে, সেই উদ্দেশ্যেই নির্বাচন এড়িয়ে যাচ্ছে সরকার।”
তিনি কটাক্ষ করে বলেন, “একবার বলে ডিসেম্বরে হবে, আবার বলে জুনে হবে—এই ধরনের ফাইজলামি বন্ধ করুন। অনতিবিলম্বে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ দিন। কবে, কোন মাসে, কোন সালে নির্বাচন হবে—তা স্পষ্ট করে বলুন।”
সমাবেশে গুম হওয়া বিএনপি নেতাকর্মীদের প্রসঙ্গ টেনে দুদু বলেন, “ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ বহু নেতাকর্মীর কোনো খোঁজ নেই। তারা বেঁচে আছেন, না মারা গেছেন—তা জানি না। তাদের পরিবার কী প্রার্থনা করবে সেটাও বোঝে না। আমি শেখ হাসিনার ফাঁসি দাবি করছি—এই গুম-খুনের দায়ে তাঁকে বিচারের মুখোমুখি করতে হবে।”
তিনি আরও বলেন, “যারা দীর্ঘ ১৫-১৬ বছর ধরে গণতন্ত্র ধ্বংস করেছে, তাদের রক্ষা করা হচ্ছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীতে যারা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
জাতীয় নির্বাচনের নির্দিষ্ট সময়সূচি ঘোষণা না করায় অন্তর্বর্তী সরকারের তীব্র সমালোচনা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি অভিযোগ করেন, সরকার বিএনপিকে পাশ কাটানোর উদ্দেশ্যে নির্বাচনে বিলম্ব করছে।
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদের উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, “এই সরকারের কর্মকাণ্ডে দেশবাসী উদ্বিগ্ন। তারা কী চায়, সেটা কেউ বুঝতে পারছে না। বিএনপিকে পাশ কাটিয়ে যেন জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ না আসে, সেই উদ্দেশ্যেই নির্বাচন এড়িয়ে যাচ্ছে সরকার।”
তিনি কটাক্ষ করে বলেন, “একবার বলে ডিসেম্বরে হবে, আবার বলে জুনে হবে—এই ধরনের ফাইজলামি বন্ধ করুন। অনতিবিলম্বে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ দিন। কবে, কোন মাসে, কোন সালে নির্বাচন হবে—তা স্পষ্ট করে বলুন।”
সমাবেশে গুম হওয়া বিএনপি নেতাকর্মীদের প্রসঙ্গ টেনে দুদু বলেন, “ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ বহু নেতাকর্মীর কোনো খোঁজ নেই। তারা বেঁচে আছেন, না মারা গেছেন—তা জানি না। তাদের পরিবার কী প্রার্থনা করবে সেটাও বোঝে না। আমি শেখ হাসিনার ফাঁসি দাবি করছি—এই গুম-খুনের দায়ে তাঁকে বিচারের মুখোমুখি করতে হবে।”
তিনি আরও বলেন, “যারা দীর্ঘ ১৫-১৬ বছর ধরে গণতন্ত্র ধ্বংস করেছে, তাদের রক্ষা করা হচ্ছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীতে যারা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”