নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানা ঘেরাও করেছেন স্বজনরা৷ তাদের উপর বিএনপি সমর্থকরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে৷
সোমবার বেলা এগারোটার দিকে আড়াইহাজার থানা চত্ত্বরে এ ঘটনা ঘটে। এর আগে রাতে উপজেলার কল্যান্দী এলাকা থেকে ছাত্রলীগ নেতা সাগর হাসানকে গ্রেপ্তার করে পুলিশ৷
সাগর মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সরকারি সফর আলী কলেজের ছাত্র৷
পুলিশ ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, রাতে গ্রেপ্তারের পর সকালে সাগরকে ছাড়িয়ে নিতে থানার সামনে জড়ো হন তার আত্মীয় ও প্রতিবেশী কয়েকজন নারী৷ পরে তারা সাগরকে ‘নির্দোষ’ দাবি করে থানার সামনে বিক্ষোভ করেন৷ এক পর্যায়ে থানার প্রধান ফটকও বন্ধ করে দেয় পুলিশ৷ কিছুক্ষণ পর স্থানীয় বিএনপি সমর্থক কয়েকজন নারী বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন৷ পরে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে৷
সাগরের এক নারী আত্মীয় নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা কেবল থানায় গিয়ে জানতে চাইছি কোন মামলায় সাগরকে গ্রেপ্তার করা হইছে৷ কিন্তু পুলিশ যখন তথ্য দিচ্ছিলো না তখন বিক্ষোভ করি৷ থানার ওসি বিএনপির লোকজনকে খবর দিয়ে আমাদের উপর হামলা করিয়েছে৷”
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, সাগর বৈষম্যবিরোধী দু’টি হত্যা মামলার সন্দেহভাজন আসামি৷ একটি ঋণখেলাপীর মামলায় ওয়ারেন্টও আছে তার নামে৷ তিনটি মামলাতেই গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে৷”
মারধরের বিষয়ে জানতে চাইলে ওসি এনায়েত হোসেন বলেন, “ছাত্রলীগ নেতার স্বজনরা আগ্রাসি হয়ে ওঠায় পুলিশ থানার গেট বন্ধ করে দিয়ে ভেতরে অবস্থান নেয়৷ তখন এলাকার কিছু বিএনপি ও ছাত্রদলের নারী কর্মীরা বিক্ষোভকারীদের উপর চড়াও হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়৷ পরে গ্রেপ্তার ছাত্রলীগ নেতার মায়ের নিরাপত্তার স্বার্থে তাকে হেফাজতে নেয় পুলিশ৷ বাকিদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়৷ পরিস্থিতি এখন শান্ত আছে৷”
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানা ঘেরাও করেছেন স্বজনরা৷ তাদের উপর বিএনপি সমর্থকরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে৷
সোমবার বেলা এগারোটার দিকে আড়াইহাজার থানা চত্ত্বরে এ ঘটনা ঘটে। এর আগে রাতে উপজেলার কল্যান্দী এলাকা থেকে ছাত্রলীগ নেতা সাগর হাসানকে গ্রেপ্তার করে পুলিশ৷
সাগর মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সরকারি সফর আলী কলেজের ছাত্র৷
পুলিশ ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, রাতে গ্রেপ্তারের পর সকালে সাগরকে ছাড়িয়ে নিতে থানার সামনে জড়ো হন তার আত্মীয় ও প্রতিবেশী কয়েকজন নারী৷ পরে তারা সাগরকে ‘নির্দোষ’ দাবি করে থানার সামনে বিক্ষোভ করেন৷ এক পর্যায়ে থানার প্রধান ফটকও বন্ধ করে দেয় পুলিশ৷ কিছুক্ষণ পর স্থানীয় বিএনপি সমর্থক কয়েকজন নারী বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন৷ পরে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে৷
সাগরের এক নারী আত্মীয় নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা কেবল থানায় গিয়ে জানতে চাইছি কোন মামলায় সাগরকে গ্রেপ্তার করা হইছে৷ কিন্তু পুলিশ যখন তথ্য দিচ্ছিলো না তখন বিক্ষোভ করি৷ থানার ওসি বিএনপির লোকজনকে খবর দিয়ে আমাদের উপর হামলা করিয়েছে৷”
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, সাগর বৈষম্যবিরোধী দু’টি হত্যা মামলার সন্দেহভাজন আসামি৷ একটি ঋণখেলাপীর মামলায় ওয়ারেন্টও আছে তার নামে৷ তিনটি মামলাতেই গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে৷”
মারধরের বিষয়ে জানতে চাইলে ওসি এনায়েত হোসেন বলেন, “ছাত্রলীগ নেতার স্বজনরা আগ্রাসি হয়ে ওঠায় পুলিশ থানার গেট বন্ধ করে দিয়ে ভেতরে অবস্থান নেয়৷ তখন এলাকার কিছু বিএনপি ও ছাত্রদলের নারী কর্মীরা বিক্ষোভকারীদের উপর চড়াও হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়৷ পরে গ্রেপ্তার ছাত্রলীগ নেতার মায়ের নিরাপত্তার স্বার্থে তাকে হেফাজতে নেয় পুলিশ৷ বাকিদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়৷ পরিস্থিতি এখন শান্ত আছে৷”