জাহিদুল হত্যা নিয়ে বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে ছাত্রদল: উমামা ফাতেমা
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম (পারভেজ) হত্যাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পরিকল্পিত ও বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা।
রোববার (২১ এপ্রিল) রাতে রাজধানীর বাংলামোটরে রূপায়ণ টাওয়ারে অবস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন।
উমামা ফাতেমা বলেন, “এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে সাধারণ ছাত্রদের ন্যায্য দাবি ও গণ–অভ্যুত্থানের প্ল্যাটফর্মকে কলঙ্কিত করার অপচেষ্টা চালাচ্ছে ছাত্রদল। আমরা এই অপবাদ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।”
এর আগে একই দিন দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম অভিযোগ করেন, জাহিদুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীরা জড়িত।
এ নিয়ে উমামা ফাতেমা বলেন, “অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, এই নির্মম হত্যাকাণ্ডকে ঘিরে ছাত্রদল একটি ঘৃণ্য রাজনৈতিক অপপ্রচারে লিপ্ত হয়েছে। হত্যার প্রকৃত কারণ ও বাস্তবতা আড়াল করে রাজনৈতিকভাবে আমাদের দায়ী করা হচ্ছে।”
সংবাদ সম্মেলনে উমামা ফাতেমা আরও বলেন, “এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। কোনো নিরীহ শিক্ষার্থী যেন রাজনৈতিক প্রতিহিংসা বা মিডিয়া ট্রায়ালের শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে।”
তিনি বলেন, “যেহেতু ক্যাম্পাসে এক শিক্ষার্থী হত্যার মতো গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে, তাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংশ্লিষ্ট সকলকে, তারা যে সংগঠনেরই হোক না কেন, তদন্তের আওতায় আনা যুক্তিসংগত।”
শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে ‘ইঙ্গিতপূর্ণ’ হাসাহাসিকে কেন্দ্র করে জাহিদুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র এবং ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন। ঘটনায় বনানী থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণ–অভ্যুত্থান সেলের সম্পাদক হাসান ইমাম, নির্বাহী কমিটির সদস্য সিনথিয়া জাহিন, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এম জে এইচ মঞ্জু প্রমুখ।
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
জাহিদুল হত্যা নিয়ে বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে ছাত্রদল: উমামা ফাতেমা
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম (পারভেজ) হত্যাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পরিকল্পিত ও বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা।
রোববার (২১ এপ্রিল) রাতে রাজধানীর বাংলামোটরে রূপায়ণ টাওয়ারে অবস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন।
উমামা ফাতেমা বলেন, “এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে সাধারণ ছাত্রদের ন্যায্য দাবি ও গণ–অভ্যুত্থানের প্ল্যাটফর্মকে কলঙ্কিত করার অপচেষ্টা চালাচ্ছে ছাত্রদল। আমরা এই অপবাদ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।”
এর আগে একই দিন দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম অভিযোগ করেন, জাহিদুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীরা জড়িত।
এ নিয়ে উমামা ফাতেমা বলেন, “অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, এই নির্মম হত্যাকাণ্ডকে ঘিরে ছাত্রদল একটি ঘৃণ্য রাজনৈতিক অপপ্রচারে লিপ্ত হয়েছে। হত্যার প্রকৃত কারণ ও বাস্তবতা আড়াল করে রাজনৈতিকভাবে আমাদের দায়ী করা হচ্ছে।”
সংবাদ সম্মেলনে উমামা ফাতেমা আরও বলেন, “এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। কোনো নিরীহ শিক্ষার্থী যেন রাজনৈতিক প্রতিহিংসা বা মিডিয়া ট্রায়ালের শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে।”
তিনি বলেন, “যেহেতু ক্যাম্পাসে এক শিক্ষার্থী হত্যার মতো গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে, তাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংশ্লিষ্ট সকলকে, তারা যে সংগঠনেরই হোক না কেন, তদন্তের আওতায় আনা যুক্তিসংগত।”
শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে ‘ইঙ্গিতপূর্ণ’ হাসাহাসিকে কেন্দ্র করে জাহিদুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র এবং ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন। ঘটনায় বনানী থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণ–অভ্যুত্থান সেলের সম্পাদক হাসান ইমাম, নির্বাহী কমিটির সদস্য সিনথিয়া জাহিন, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এম জে এইচ মঞ্জু প্রমুখ।