খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, তার ভাই শেখ সোহেল ও শেখ জালাল উদ্দিন রুবেল এবং বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা উপ-পরিচালক আকতারুল ইসলাম জানান, এদিন সংস্থার উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, বিগত সরকারের সাবেক মন্ত্রী ও বিভিন্ন নির্বাচনি এলাকার এমপিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এই অভিযোগ অনুসন্ধানকালে তারা বিদেশ যাওয়ার চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।
বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ আবু নাসেরপুত্র শেখ জুয়েল ২০১৮ ও ২০২৪ সালে খুলনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার ভাই শেখ সোহেল যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং তিনি বিসিবির পরিচালক ছিলেন। অপর ভাই শেখ জালাল উদ্দিন রুবেল নৌপরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত।
তাদের আরেক ভাই শেখ হেলালের ছেলে শেখ তন্ময় ২০১৪ ও ২০১৮ সালে বাগেরহাট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, তার ভাই শেখ সোহেল ও শেখ জালাল উদ্দিন রুবেল এবং বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা উপ-পরিচালক আকতারুল ইসলাম জানান, এদিন সংস্থার উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, বিগত সরকারের সাবেক মন্ত্রী ও বিভিন্ন নির্বাচনি এলাকার এমপিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এই অভিযোগ অনুসন্ধানকালে তারা বিদেশ যাওয়ার চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।
বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ আবু নাসেরপুত্র শেখ জুয়েল ২০১৮ ও ২০২৪ সালে খুলনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার ভাই শেখ সোহেল যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং তিনি বিসিবির পরিচালক ছিলেন। অপর ভাই শেখ জালাল উদ্দিন রুবেল নৌপরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত।
তাদের আরেক ভাই শেখ হেলালের ছেলে শেখ তন্ময় ২০১৪ ও ২০১৮ সালে বাগেরহাট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।