‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের নেতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’ আত্মপ্রকাশ করেছে। দলের মহাসচিব হিসেবে রয়েছেন সাংবাদিক শওকত মাহমুদ, যিনি আগে বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন।
শুক্রবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে দলের আনুষ্ঠানিক ঘোষণা দেন শওকত মাহমুদ।
তিনি বলেন, “স্বাধীনতার চেতনা, ৭ নভেম্বর বিপ্লব, নব্বইয়ের গণআন্দোলন এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবের চেতনায় এই দলের যাত্রা।” দলের মূল স্লোগান: ‘গড়বো মোরা ইনসাফের দেশ।’
ইলিয়াস কাঞ্চন বলেন, “নিরাপদ সড়কের আন্দোলনের মতো সততার সঙ্গে আমি এই নতুন দলের কাজ করব।”
পরে ইলিয়াস কাঞ্চন নতুন দলের কমিটি ঘোষণা করেন। তারা হলেন- নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র গোলাম সারওয়ার মিলন, ভাইস চেয়ারম্যান রফিকুল হক হাফিজ, এ বি এম ওয়ালিউর রহমান খান, রেহানা সালাম, মো. আবদুল্লাহ, এম এ ইউসুফ ও নির্মল চক্রবর্তী।
মহাসচিব শওকত মাহমুদ, সিনিয়র যুগ্ম মহাসচিব এম আসাদুজ্জামান, যুগ্ম মহাসচিব এ বি এম রফিকুল হক তালুদার রাজা, আল আমিন রাজু, নাজমুল আহসান, সমন্বয়নকারী নুরুল কাদের সোহেল, সাংগঠনিক সম্পাদক মুরাদ আহমেদ।
সদস্যরা হলেন- অবসরপ্রাপ্ত মেজর ইমরান, অবসরপ্রাপ্ত কর্নেল সাব্বির, প্রযুক্তি বিষয়ক সম্পাদক গুলজার হোসেন ও প্রচার সম্পাদক হাসিবুর রেজা কল্লোল।
উপদেষ্টামণ্ডলীর সদস্যরা হলেন- শাহ মো. আবু জাফর, অবসরপ্রাপ্ত মেজর মুজিব, ইকবাল হোসেন মাহমুদ, ফরহাদ হোসেন মাহবুব, জাফর ইকবাল সিদ্দিকী, আউয়াল ঠাকুর, তৌহিদা ফারুকী, মামুনুর রশীদ।
পরে এই কমিটি পূর্ণাঙ্গ করা হবে বলে জানান চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
শওকত মাহমুদ জানান, দলটি নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করবে। দল গঠনের পেছনে রাজনৈতিক স্বার্থ নয়, বরং মানুষের চাওয়া থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
নাম নিয়ে আরেকটি দলের আপত্তির বিষয়ে কাঞ্চন বলেন, “নাম নিবন্ধনের আগেই আপত্তি তোলা অযৌক্তিক।”
আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজা কিবরিয়া, এম এ আবদুল করীম, নাজিম উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
অর্থ-বাণিজ্য: অধিকাংশ শেয়ারে দাম বাড়লেও পতন থামেনি শেয়ারবাজারে
সারাদেশ: শিমের বেগুনি ফুলেই কৃষাণীর স্বপ্ন
সারাদেশ: মহানন্দা নেশাজাতীয় সিরাপ জব্দ