চট্টগ্রামের মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর আয়োজিত এক মতবিনিময় সভায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমানকে দলটির সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় মিরসরাইয়ের সিডিএসপি বাঁধের ভাঙন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে জামায়াতের মিরসরাই উপজেলা শাখা। মিরসরাইয়ের একটি রেস্তোরাঁয় আয়োজিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান। সভায় তাকে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।
সভা সঞ্চালনা করেন ওসমানপুর ইউনিয়ন জামায়াতের আমির ইকবাল হোসেন চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন মিরসরাই থানা জামায়াতের আমির নুরুল কবির, জোরারগঞ্জ থানা আমির নুরুল হুদা হামিদী এবং মিরসরাই উপজেলা জামায়াতের সাবেক আমির নূরুল কবির প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুর রহমান বলেন, “বিভিন্ন সংবাদমাধ্যমের মাধ্যমে জানতে পারি মিরসরাইয়ের ইছাখালী ইউনিয়নে সিডিএসপি বাঁধ ভেঙে গেছে। গতকাল আমরা দলীয় নেতাকর্মী ও ভুক্তভোগীদের নিয়ে ভাঙন এলাকা পরিদর্শন করেছি। দ্রুত ব্যবস্থা না নিলে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও আশপাশের শত শত মৎস্য খামার বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে।”
তিনি আরও বলেন, “বাঁধ রক্ষায় অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, নইলে বিনিয়োগকারীরা এলাকা থেকে মুখ ফিরিয়ে নেবে। দলীয় অবস্থান থেকে আমরা দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি।”
রোববার, ২৭ এপ্রিল ২০২৫
চট্টগ্রামের মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর আয়োজিত এক মতবিনিময় সভায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমানকে দলটির সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় মিরসরাইয়ের সিডিএসপি বাঁধের ভাঙন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে জামায়াতের মিরসরাই উপজেলা শাখা। মিরসরাইয়ের একটি রেস্তোরাঁয় আয়োজিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান। সভায় তাকে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।
সভা সঞ্চালনা করেন ওসমানপুর ইউনিয়ন জামায়াতের আমির ইকবাল হোসেন চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন মিরসরাই থানা জামায়াতের আমির নুরুল কবির, জোরারগঞ্জ থানা আমির নুরুল হুদা হামিদী এবং মিরসরাই উপজেলা জামায়াতের সাবেক আমির নূরুল কবির প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুর রহমান বলেন, “বিভিন্ন সংবাদমাধ্যমের মাধ্যমে জানতে পারি মিরসরাইয়ের ইছাখালী ইউনিয়নে সিডিএসপি বাঁধ ভেঙে গেছে। গতকাল আমরা দলীয় নেতাকর্মী ও ভুক্তভোগীদের নিয়ে ভাঙন এলাকা পরিদর্শন করেছি। দ্রুত ব্যবস্থা না নিলে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও আশপাশের শত শত মৎস্য খামার বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে।”
তিনি আরও বলেন, “বাঁধ রক্ষায় অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, নইলে বিনিয়োগকারীরা এলাকা থেকে মুখ ফিরিয়ে নেবে। দলীয় অবস্থান থেকে আমরা দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি।”