নয় দিনের ব্যবধানে ফের সাধারণ সভা করে তিনটি নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি–এনসিপি।
দলের সাংগঠনিক গতিশীলতা বাড়াতে সব ধরনের নীতি-নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের জন্য ‘পলিটিক্যাল কাউন্সিল’ গঠন করা হয়েছে। এই কাউন্সিলের সিদ্ধান্ত বাস্তবায়নে গঠিত হবে ‘নির্বাহী কাউন্সিল’। পাশাপাশি দলের গঠনতন্ত্র প্রণয়নের জন্য একটি ‘গঠনতন্ত্র প্রণয়ন টিম’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে টানা সাত ঘণ্টার সভায় এসব সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আখতার হোসেন।
সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত জানান, তিন মাস পর নতুন কমিটিগুলোর কার্যক্রম মূল্যায়ন করে নবায়ন, পুনর্মূল্যায়ন বা সদস্য পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হবে। গঠনতন্ত্র প্রণয়ন টিমকে আগামী এক সপ্তাহের মধ্যে খসড়া গঠনতন্ত্র জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
দলের পক্ষ থেকে আওয়ামী লীগের দলীয়ভাবে বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এই দাবিতে আগামী ২ মে রাজধানীতে এনসিপির ঢাকা মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হবে বলে জানান দলের নেতারা।
রোববার, ২৭ এপ্রিল ২০২৫
নয় দিনের ব্যবধানে ফের সাধারণ সভা করে তিনটি নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি–এনসিপি।
দলের সাংগঠনিক গতিশীলতা বাড়াতে সব ধরনের নীতি-নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের জন্য ‘পলিটিক্যাল কাউন্সিল’ গঠন করা হয়েছে। এই কাউন্সিলের সিদ্ধান্ত বাস্তবায়নে গঠিত হবে ‘নির্বাহী কাউন্সিল’। পাশাপাশি দলের গঠনতন্ত্র প্রণয়নের জন্য একটি ‘গঠনতন্ত্র প্রণয়ন টিম’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে টানা সাত ঘণ্টার সভায় এসব সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আখতার হোসেন।
সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত জানান, তিন মাস পর নতুন কমিটিগুলোর কার্যক্রম মূল্যায়ন করে নবায়ন, পুনর্মূল্যায়ন বা সদস্য পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হবে। গঠনতন্ত্র প্রণয়ন টিমকে আগামী এক সপ্তাহের মধ্যে খসড়া গঠনতন্ত্র জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
দলের পক্ষ থেকে আওয়ামী লীগের দলীয়ভাবে বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এই দাবিতে আগামী ২ মে রাজধানীতে এনসিপির ঢাকা মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হবে বলে জানান দলের নেতারা।