মন্ত্রণালয় মতামত দেওয়ার আগেই নির্বাচন কমিশন (ইসি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশ করেছে বলে দাবি করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ইসি মন্ত্রণালয়ের মতামত চেয়েছিল, কিন্তু তারা গেজেট প্রকাশ করে।
২২ এপ্রিল ইসি গেজেট প্রকাশের বিষয়টি নিয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছিল। এর মধ্যে রোববার তারা ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে। আসিফ নজরুল বলেন, গেজেট নোটিফিকেশন বিষয়টি ইসি নিজেদের সিদ্ধান্তে নিয়েছে, তবে আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়া হয়েছিল।
তিনি আরও জানান, ইশরাকের মামলা প্রক্রিয়ায় কিছু পরিবর্তন হয়েছিল, যার কারণে গেজেটের বিষয়ে একটু দ্বিধা ছিল। তবে শেষ পর্যন্ত ইসি নিজেই গেজেট প্রকাশ করেছে।
এদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করা হয়।
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
মন্ত্রণালয় মতামত দেওয়ার আগেই নির্বাচন কমিশন (ইসি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশ করেছে বলে দাবি করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ইসি মন্ত্রণালয়ের মতামত চেয়েছিল, কিন্তু তারা গেজেট প্রকাশ করে।
২২ এপ্রিল ইসি গেজেট প্রকাশের বিষয়টি নিয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছিল। এর মধ্যে রোববার তারা ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে। আসিফ নজরুল বলেন, গেজেট নোটিফিকেশন বিষয়টি ইসি নিজেদের সিদ্ধান্তে নিয়েছে, তবে আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়া হয়েছিল।
তিনি আরও জানান, ইশরাকের মামলা প্রক্রিয়ায় কিছু পরিবর্তন হয়েছিল, যার কারণে গেজেটের বিষয়ে একটু দ্বিধা ছিল। তবে শেষ পর্যন্ত ইসি নিজেই গেজেট প্রকাশ করেছে।
এদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করা হয়।