‘মে দিবস দিচ্ছে ডাক, বৈষ্যম নিপাত যাক’—এই স্লোগানের পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনের দাবিও ওঠে বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে।
বৃহস্পতিবার ঢাকার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ চলাকালে মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
বেলা ২টা ১০ মিনিটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়।
লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সমাবেশে অংশ নেওয়া শ্রমিক দলের নেতাকর্মী ও সমর্থকদের জমায়েত ফকিরাপুল থেকে কাকরাইল মোড় পর্যন্ত বিস্তৃত হয়। হাজারো শ্রমিকের উপস্থিতিতে সমাবেশটি জনসমুদ্রে রূপ নেয়।
মাথায় লাল টুপি ও গায়ে লাল টি-শার্ট পরে আসা শ্রমিকদের কণ্ঠে ওঠে—‘দুনিয়া মজদুর এক হও, লড়াই করো’। এর সঙ্গে উচ্চারিত হয়—‘অবিলম্বে সংসদ নির্বাচন চাই, নির্বাচন দিতে হবে, দিতে হবে’।
সমাবেশে শ্রমিক দলের ১২ দফা দাবি তুলে ধরার কথা আগের দিন জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে তিনি জানান, এসব দাবির মধ্যে রয়েছে—অবিলম্বে সংসদ নির্বাচন, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার, সকল প্রতিষ্ঠানে ডে-কেয়ার সেন্টার, বন্ধ শিল্প চালু ও নতুন শিল্প প্রতিষ্ঠা, আউটসোর্সিং বন্ধ করে স্থায়ী পদ সৃষ্টি, অবাধ ও গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন অধিকার, শ্রমিক হত্যার বিচার, শ্রমিক নির্যাতন বন্ধ, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সুরক্ষা নিশ্চিতকরণ, জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, বৈষ্যমহীন জাতীয় পে-স্কেল ও মজুরি হার ঘোষণা, জরুরি পরিষেবা আইনসহ সকল কালাকানুন বাতিল এবং খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই সমাবেশের মঞ্চ নির্মাণ করা হয়। মঞ্চে লাল ব্যানারে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি এবং লেখা ছিল—‘মে দিবসে দিচ্ছে ডাক, বৈষ্যম নিপাত যাক’।
সকাল ১০টা থেকে সমাবেশস্থলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন। ঢাকা ও আশপাশের জেলার শিল্প-কারখানার শ্রমিকরা সকাল থেকেই সমাবেশে যোগ দিতে আসতে শুরু করেন।
শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, মজিবুর রহমান সারওয়ার, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং আবদুস সালাম আজাদ।
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫
‘মে দিবস দিচ্ছে ডাক, বৈষ্যম নিপাত যাক’—এই স্লোগানের পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনের দাবিও ওঠে বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে।
বৃহস্পতিবার ঢাকার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ চলাকালে মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
বেলা ২টা ১০ মিনিটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়।
লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সমাবেশে অংশ নেওয়া শ্রমিক দলের নেতাকর্মী ও সমর্থকদের জমায়েত ফকিরাপুল থেকে কাকরাইল মোড় পর্যন্ত বিস্তৃত হয়। হাজারো শ্রমিকের উপস্থিতিতে সমাবেশটি জনসমুদ্রে রূপ নেয়।
মাথায় লাল টুপি ও গায়ে লাল টি-শার্ট পরে আসা শ্রমিকদের কণ্ঠে ওঠে—‘দুনিয়া মজদুর এক হও, লড়াই করো’। এর সঙ্গে উচ্চারিত হয়—‘অবিলম্বে সংসদ নির্বাচন চাই, নির্বাচন দিতে হবে, দিতে হবে’।
সমাবেশে শ্রমিক দলের ১২ দফা দাবি তুলে ধরার কথা আগের দিন জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে তিনি জানান, এসব দাবির মধ্যে রয়েছে—অবিলম্বে সংসদ নির্বাচন, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার, সকল প্রতিষ্ঠানে ডে-কেয়ার সেন্টার, বন্ধ শিল্প চালু ও নতুন শিল্প প্রতিষ্ঠা, আউটসোর্সিং বন্ধ করে স্থায়ী পদ সৃষ্টি, অবাধ ও গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন অধিকার, শ্রমিক হত্যার বিচার, শ্রমিক নির্যাতন বন্ধ, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সুরক্ষা নিশ্চিতকরণ, জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, বৈষ্যমহীন জাতীয় পে-স্কেল ও মজুরি হার ঘোষণা, জরুরি পরিষেবা আইনসহ সকল কালাকানুন বাতিল এবং খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই সমাবেশের মঞ্চ নির্মাণ করা হয়। মঞ্চে লাল ব্যানারে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি এবং লেখা ছিল—‘মে দিবসে দিচ্ছে ডাক, বৈষ্যম নিপাত যাক’।
সকাল ১০টা থেকে সমাবেশস্থলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন। ঢাকা ও আশপাশের জেলার শিল্প-কারখানার শ্রমিকরা সকাল থেকেই সমাবেশে যোগ দিতে আসতে শুরু করেন।
শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, মজিবুর রহমান সারওয়ার, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং আবদুস সালাম আজাদ।