সংবাদ অনলাইন রিপোর্ট

রোববার, ১০ আগস্ট ২০২৫

নিবন্ধন: প্রাথমিক বাছাইয়ে বাতিল ১২৯ দল, যাচাই চলছে এনসিপি সহ ১৬ দলের

image

নিবন্ধন: প্রাথমিক বাছাইয়ে বাতিল ১২৯ দল, যাচাই চলছে এনসিপি সহ ১৬ দলের

রোববার, ১০ আগস্ট ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে নির্বাচন কমিশন প্রাথমিক বাছাই শেষে ১২৯টি দলের নিবন্ধন আবেদন বাতিল করেছে। বাকি ১৬টি দলের আবেদন যাচাই-বাছাইয়ের জন্য মাঠ পর্যায়ে তদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ১৬ দলের মধ্যে রয়েছে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার নির্বাচন কমিশনের সচিবালয়ের কমিটির বৈঠকে এই তথ্য জানা গেছে। ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, “প্রাথমিক বাছাই শেষে ১৬টি দলের ব্যাপারে মাঠ পর্যায়ের তদন্ত শুরু হবে।”

তদন্তের আওতায় এসব দলের কেন্দ্রীয় ও স্থানীয় কার্যালয়, কমিটি এবং অন্যান্য তথ্যের সঠিকতা যাচাই করা হবে। তদন্ত প্রতিবেদন ও কমিশনের অনুমোদনের ভিত্তিতে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আবেদনপত্র বাছাইয়ের সময় ৫৯টি দলের আবেদনে প্রয়োজনীয় দলিলপত্র ছিল না। ত্রুটি সংশোধনের সুযোগ দেওয়া হলেও ৬৯ থেকে ৭০টি দল তা পূরণ করতে ব্যর্থ হয়। এ কারণে তাদের আবেদন বাতিল করা হয়েছে।

এবার নির্বাচনে নিবন্ধনের জন্য ১৪৫টি দল আবেদন করে। ২২ জুন পর্যন্ত আগ্রহীরা আবেদন জমা দেয়, এরপর ৩ আগস্ট পর্যন্ত ত্রুটি সংশোধনের সুযোগ দেওয়া হয়। তবে ৬৫টি দল প্রয়োজনীয় তথ্য ও দলিলপত্র জমা দিতে ব্যর্থ হয়, বাকি ৮০টি দল শর্ত পূরণ করে আবেদন জমা দেয়। শেষ সময়ে এনসিপিও তথ্যাদি পূরণ করে।

নিবন্ধন পেতে দলের থাকতে হয় একটি কেন্দ্রীয় কমিটি, এক তৃতীয়াংশ জেলা কমিটি ও ১০০টি উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে ২০০ ভোটারের সমর্থন।

নিবন্ধন প্রক্রিয়ায় আবেদন প্রাথমিকভাবে যাচাইয়ের পর সরেজমিন তদন্ত করা হয়। এরপর আপত্তি শুনানি ও নিষ্পত্তির মাধ্যমে দলগুলোকে নিবন্ধন সনদ ও প্রতীক দেওয়া হয়।

বর্তমানে দেশে নিবন্ধিত দল রয়েছে ৫০টি। একই সঙ্গে ক্ষমতায় থাকা আওয়ামী লীগসহ চার দলের নিবন্ধন স্থগিত রয়েছে।

২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে এই নিবন্ধন প্রক্রিয়া চালু হয়। এ পর্যন্ত ৫৫টি দল ইসির নিবন্ধন পেয়েছে; তবে শর্ত না মানায় ও আদালতের আদেশে পাঁচ দলের নিবন্ধন বাতিল হয়েছে, যার মধ্যে একটি পুনর্বহাল করা হয়েছে।

---

‘রাজনীতি’ : আরও খবর

» সংসদ নির্বাচন ও গণভোট: আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও ‘লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি’: দাবি জামায়াতে ইসলামীর

» ঐক্যবদ্ধ না হলে সামনের দিনগুলোতে ভয়াবহ কিছু অপেক্ষা করছে: নেতাকর্মীদের তারেক

» একটি দল ‘ধর্মের ট্যাবলেট’ বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করছে: সালাহউদ্দিন

» নতুন জোট ‘এনডিএফ’, নেতৃত্বে জাতীয় পার্টির দুই অংশ

» সকলের দোয়ায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি এরশাদ উল্লাহ

» বিএনপি ক্ষমতায় গেলে ‘এনইআইআর নীতিমালা’ রিভিউ করা হবে: আমীর খসরু

» এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নতুন জোট

» ‘সামনে কঠিন সময় আসছে, দুর্নীতি ও আইনশৃঙ্খলার লাগাম টানাই বিএনপির অঙ্গীকার’

» তারেক রহমানের অভিযোগ: ‘যাদের আবার দেখার কথা বলা হচ্ছে, দেশ তাদের ১৯৭১ সালেই দেখেছে’

» ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ এক ঘণ্টা বাড়াল ইসি

» আমরা এখন গণতন্ত্রের সন্ধিক্ষণে দাঁড়িয়ে: সালাহউদ্দিন আহমেদ

» এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, শারীরিক অবস্থার ভিত্তিতেই সিদ্ধান্ত হবে খালেদা জিয়ার বিদেশযাত্রা: জাহিদ হোসেন

» পোস্টাল ভোট: নিবন্ধন প্রায় দুই লাখ প্রবাসীর

» মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই ঢাকার পথে রওনা দেবে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স

» রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী

» ৫ আগস্টের পর একটি গোষ্ঠী প্রভাব বিস্তারের জন্য জনগণের ওপর ঝাপিয়ে পড়েছে: জামায়াত আমির

» বেগম জিয়া দলমত সবার কাছে জনপ্রিয়, ডঃ মঈন খান

» নিবন্ধনের দাবিতে অনশনকারী তারেক রহমানের দাবি পূরণে এগোচ্ছে ইসি

» আমজনতাসহ ২ দল পাচ্ছে নিবন্ধন

» বাম জোটের যমুনামুখী মিছিল আটকে দিলো পুলিশ