বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, বাংলাদেশকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে না দিতেই ‘বিভিন্ন মহলে ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, বিএনপি দেশের উন্নয়নের জন্য পরিকল্পনা করলেও কিছু গোষ্ঠী সেগুলো বানচাল করতে চাইছে।
নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ বক্তব্য দেন। ১৫ বছর পর নওগাঁ কনভেনশন সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
তারেক রহমান বলেন,“স্বৈরাচারবিরোধী গণ-অভ্যুত্থানের পর এখন দ্বিতীয় পর্ব শুরু হয়েছে—জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লড়াই। এই অধিকারের প্রথম ধাপ হলো অবাধ ও সুষ্ঠু নির্বাচন। কিন্তু আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন যাতে না হয়, সে জন্যই ষড়যন্ত্র চলছে।”
তিনি দলীয় নেতা-কর্মীদের সতর্ক করে বলেন, “এখন বিএনপির ‘সুসময়’, তাই অনেক সুবিধাবাদী কাছে ভিড়বে। তাদের সম্পর্কে সজাগ থাকতে হবে। ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।”
ক্ষমতায় গেলেও চ্যালেঞ্জের কথা স্বীকার
তারেক রহমান বলেন, বিএনপি নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলেও অর্থনৈতিক সংকট, বেকারত্ব, কৃষি ও শিক্ষাখাতের দুরবস্থা মোকাবিলা করতে হবে। “কিন্তু আমাদের পরিকল্পনা বাস্তবায়নে ষড়যন্ত্র হচ্ছে,”—যোগ করেন তিনি।
জনগণের আস্থা অর্জনের আহ্বান
তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “দেশবাসী বিএনপির দিকে তাকিয়ে আছে। আমাদের আচরণে জনগণের আস্থা অর্জন করতে হবে, যাতে নির্বাচনে জয়ী হয়ে দেশ পুনর্গঠন করতে পারি।”
নওগাঁ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এস এম রেজাউল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা আবদুস সালাম, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবদুল লতিফ খান প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ১,৪১৪ জন কাউন্সিলরের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার কথা রয়েছে। জেলা বিএনপির তিন শীর্ষ পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
---
সোমবার, ১১ আগস্ট ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, বাংলাদেশকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে না দিতেই ‘বিভিন্ন মহলে ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, বিএনপি দেশের উন্নয়নের জন্য পরিকল্পনা করলেও কিছু গোষ্ঠী সেগুলো বানচাল করতে চাইছে।
নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ বক্তব্য দেন। ১৫ বছর পর নওগাঁ কনভেনশন সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
তারেক রহমান বলেন,“স্বৈরাচারবিরোধী গণ-অভ্যুত্থানের পর এখন দ্বিতীয় পর্ব শুরু হয়েছে—জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লড়াই। এই অধিকারের প্রথম ধাপ হলো অবাধ ও সুষ্ঠু নির্বাচন। কিন্তু আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন যাতে না হয়, সে জন্যই ষড়যন্ত্র চলছে।”
তিনি দলীয় নেতা-কর্মীদের সতর্ক করে বলেন, “এখন বিএনপির ‘সুসময়’, তাই অনেক সুবিধাবাদী কাছে ভিড়বে। তাদের সম্পর্কে সজাগ থাকতে হবে। ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।”
ক্ষমতায় গেলেও চ্যালেঞ্জের কথা স্বীকার
তারেক রহমান বলেন, বিএনপি নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলেও অর্থনৈতিক সংকট, বেকারত্ব, কৃষি ও শিক্ষাখাতের দুরবস্থা মোকাবিলা করতে হবে। “কিন্তু আমাদের পরিকল্পনা বাস্তবায়নে ষড়যন্ত্র হচ্ছে,”—যোগ করেন তিনি।
জনগণের আস্থা অর্জনের আহ্বান
তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “দেশবাসী বিএনপির দিকে তাকিয়ে আছে। আমাদের আচরণে জনগণের আস্থা অর্জন করতে হবে, যাতে নির্বাচনে জয়ী হয়ে দেশ পুনর্গঠন করতে পারি।”
নওগাঁ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এস এম রেজাউল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা আবদুস সালাম, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবদুল লতিফ খান প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ১,৪১৪ জন কাউন্সিলরের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার কথা রয়েছে। জেলা বিএনপির তিন শীর্ষ পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
---