সংবাদ অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

ক্ষমতায় গেলে ‘মিলেমিশে’দেশ পরিচালনা করার প্রতিশ্রুতি তারেক রহমানের

image

ক্ষমতায় গেলে ‘মিলেমিশে’দেশ পরিচালনা করার প্রতিশ্রুতি তারেক রহমানের

মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে দেশের সব জনগণকে নিয়ে ‘মিলেমিশে’ দেশ পরিচালনা করবেন। তিনি প্রযুক্তিনির্ভর যুব সমাজ গড়ে তোলার কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং ভোটারদের ধানের শীষে ভোট দিয়ে দেশ গড়ার আহ্বান জানান।

মঙ্গলবার ঢাকায় ‘জাতীয়তাবাদী যুব দল’, ‘জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল’ ও ‘জাতীয়তাবাদী ছাত্র দল’–এর যৌথ যুব সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন জানিয়েছে ফ্যাসিবাদের দেড় দশক পর ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের সকল স্তরের জনগণের কাছে আমার আহ্বান, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন।”

তিনি বলেন, “যারা আমার নেতাকর্মীরা আছেন, যারা সংবাদকর্মী আছেন, তাদের মাধ্যমে দেশের সকল মানুষের কাছে বলতে চাই, ভোট দিলে ধানের শীষে দেশ গড়বো মিলেমিশে।”

আগামী নির্বাচনের আগে চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গে তারেক রহমান উল্লেখ করেন, গত জুলাইয়ে অভ্যুত্থানের বর্ষপূর্তির দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের আয়োজনের ঘোষণা দিয়েছেন। ৫ আগস্ট দেওয়া ভাষণে তিনি আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দেন।

এরপর প্রধান উপদেষ্টার কার্যালয় নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে চিঠি দিয়েছে। তবে জামায়াতে ইসলামী প্রধান উপদেষ্টার এই ঘোষণা রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করায় বিস্মিত ও হতবাক, যদিও তারা পরে ‘জাতীয় স্বার্থে’ ইতিবাচক হিসেবে গ্রহণের কথা জানিয়েছে।

অন্যদিকে, অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের সংগঠন জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) ফেব্রুয়ারি মাসে নির্বাচনের বিরোধিতা করে আগে সংস্কার শেষ করার দাবি তুলেছে।

বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন, এই ইঙ্গিত দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তারেক রহমান বলেন, “আমাদের রাজনীতি হলো কর্মসংস্থানের ব্যবস্থা করা। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।” তিনি বলেন, “জনগণ প্রচলিত রাজনীতির পরিবর্তন চাইছে। এবার প্রতিশ্রুতির বাস্তবায়ন হবে।”

তিনি বলেন, “দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি কর্মক্ষম। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড দেশের উন্নয়নের প্রধান নিয়ামক হতে পারে। তাই যুবশক্তিকে কারিগরি নির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে।”

তারেক বলেন, “যুবকদের মধ্যে অনেকেই খেলাধুলায় আগ্রহী, তাদের জন্য আমরা ‘নতুন কুড়ি’ পরিকল্পনা চালু করব, যাতে খেলাধুলার সুযোগ থাকবে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার জন্য ক্রীড়া শিক্ষাকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও রয়েছে।”

সমাবেশে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। সেখানে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, দলের উপদেষ্টা মাহাদি আমিন, সাংবাদিক মুক্তাদির রশীদ রুমি, নাট্য নির্মাতা মাসরুর রশীদ বান্নাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাফসীর, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

‘রাজনীতি’ : আরও খবর

» সংসদ নির্বাচন ও গণভোট: আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও ‘লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি’: দাবি জামায়াতে ইসলামীর

» ঐক্যবদ্ধ না হলে সামনের দিনগুলোতে ভয়াবহ কিছু অপেক্ষা করছে: নেতাকর্মীদের তারেক

» একটি দল ‘ধর্মের ট্যাবলেট’ বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করছে: সালাহউদ্দিন

» নতুন জোট ‘এনডিএফ’, নেতৃত্বে জাতীয় পার্টির দুই অংশ

» সকলের দোয়ায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি এরশাদ উল্লাহ

» বিএনপি ক্ষমতায় গেলে ‘এনইআইআর নীতিমালা’ রিভিউ করা হবে: আমীর খসরু

» এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নতুন জোট

» ‘সামনে কঠিন সময় আসছে, দুর্নীতি ও আইনশৃঙ্খলার লাগাম টানাই বিএনপির অঙ্গীকার’

» তারেক রহমানের অভিযোগ: ‘যাদের আবার দেখার কথা বলা হচ্ছে, দেশ তাদের ১৯৭১ সালেই দেখেছে’

» ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ এক ঘণ্টা বাড়াল ইসি

» আমরা এখন গণতন্ত্রের সন্ধিক্ষণে দাঁড়িয়ে: সালাহউদ্দিন আহমেদ

» এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, শারীরিক অবস্থার ভিত্তিতেই সিদ্ধান্ত হবে খালেদা জিয়ার বিদেশযাত্রা: জাহিদ হোসেন

» পোস্টাল ভোট: নিবন্ধন প্রায় দুই লাখ প্রবাসীর

» মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই ঢাকার পথে রওনা দেবে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স

» রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী

» ৫ আগস্টের পর একটি গোষ্ঠী প্রভাব বিস্তারের জন্য জনগণের ওপর ঝাপিয়ে পড়েছে: জামায়াত আমির

» বেগম জিয়া দলমত সবার কাছে জনপ্রিয়, ডঃ মঈন খান

» নিবন্ধনের দাবিতে অনশনকারী তারেক রহমানের দাবি পূরণে এগোচ্ছে ইসি

» আমজনতাসহ ২ দল পাচ্ছে নিবন্ধন

» বাম জোটের যমুনামুখী মিছিল আটকে দিলো পুলিশ