জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সরকারের কাছে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘গুম, খুন ও হত্যার সঙ্গে রাষ্ট্রীয় এজেন্সিগুলো জড়িত রয়েছে এবং ডিজিএফআই মিডিয়া নিয়ন্ত্রণ করে। এজন্য এ সংস্থার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।’
মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির ‘জাতীয় যুব সম্মেলন ২০২৫’-এ তিনি এসব কথা বলেন।
হাসনাত বলেন, ‘ডিজিএফআই বিদেশে বাংলাদেশ নিয়ে চলমান ষড়যন্ত্র রোধে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। বরং তারা রাজনৈতিক দলের মধ্যে সংঘাত সৃষ্টি করতে ব্যস্ত।’
তিনি ডিজিএফআই-এর সংস্কারের দাবি জানিয়ে বলেন, ‘প্রয়োজনে প্রতিষ্ঠানটিকে নিষিদ্ধ করে বাংলাদেশপন্থী হিসেবে পুনর্গঠন করতে হবে।’
গণমাধ্যমের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘গণমাধ্যম এখন আর জনগণের নয়, বরং ডিজিএফআইসহ বিভিন্ন এজেন্সির মুখপাত্র হয়ে উঠেছে। তারা আন্দোলনকারীদের চরিত্রহানিতে লিপ্ত এবং নারীদের বিতর্কিত করতে চেইন চালাচ্ছে।’
হাসনাত প্রশাসনকেও কঠোর সমালোচনা করে বলেন, ‘গত এক বছরে প্রশাসনের চরিত্র বদলায়নি। ৫ আগস্টের পর এক গোষ্ঠী প্রশাসন কবজা করেছে। পুরনো নির্বাচনের সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।’
তিনি সরকারকে অন্তর্বর্তী সময়ে করা কাজের প্রতিবেদন প্রকাশের পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা জনসাধারণের কাছে তুলে ধরার দাবি জানান।
---
বুধবার, ১৩ আগস্ট ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সরকারের কাছে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘গুম, খুন ও হত্যার সঙ্গে রাষ্ট্রীয় এজেন্সিগুলো জড়িত রয়েছে এবং ডিজিএফআই মিডিয়া নিয়ন্ত্রণ করে। এজন্য এ সংস্থার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।’
মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির ‘জাতীয় যুব সম্মেলন ২০২৫’-এ তিনি এসব কথা বলেন।
হাসনাত বলেন, ‘ডিজিএফআই বিদেশে বাংলাদেশ নিয়ে চলমান ষড়যন্ত্র রোধে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। বরং তারা রাজনৈতিক দলের মধ্যে সংঘাত সৃষ্টি করতে ব্যস্ত।’
তিনি ডিজিএফআই-এর সংস্কারের দাবি জানিয়ে বলেন, ‘প্রয়োজনে প্রতিষ্ঠানটিকে নিষিদ্ধ করে বাংলাদেশপন্থী হিসেবে পুনর্গঠন করতে হবে।’
গণমাধ্যমের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘গণমাধ্যম এখন আর জনগণের নয়, বরং ডিজিএফআইসহ বিভিন্ন এজেন্সির মুখপাত্র হয়ে উঠেছে। তারা আন্দোলনকারীদের চরিত্রহানিতে লিপ্ত এবং নারীদের বিতর্কিত করতে চেইন চালাচ্ছে।’
হাসনাত প্রশাসনকেও কঠোর সমালোচনা করে বলেন, ‘গত এক বছরে প্রশাসনের চরিত্র বদলায়নি। ৫ আগস্টের পর এক গোষ্ঠী প্রশাসন কবজা করেছে। পুরনো নির্বাচনের সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।’
তিনি সরকারকে অন্তর্বর্তী সময়ে করা কাজের প্রতিবেদন প্রকাশের পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা জনসাধারণের কাছে তুলে ধরার দাবি জানান।
---